ঢাকা, সোমবার, ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২
এনবিআরের কর্মবিরতি স্থগিত
.jpg)
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক জারি করা অধ্যাদেশ আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সংশোধনের আশ্বাস দেওয়ায় এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা তাদের চলমান কর্মসূচি স্থগিত করেছেন।
আজ রবিবার (২৫ মে) সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অধ্যাদেশ সংশোধনের এই আশ্বাসের কথা জানানো হয়। এরপরই এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্ত নেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ বাস্তবায়ন বিষয়ে ২২ মে অর্থ মন্ত্রণালয়ের জারি করা প্রেসনোটে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের বিভিন্ন দাবির বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করে সরকার আশা করেছিল যে অধ্যাদেশের বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের কর এবং কাস্টমস ও ভ্যাট সার্ভিসের সকল উদ্বেগের অবসান ঘটবে। কিন্তু এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সাম্প্রতিক প্রেস রিলিজ থেকে এ বিষয়ে কিছু অস্পষ্টতা রয়ে গেছে মর্মে প্রতীয়মান হচ্ছে।’
এ অবস্থায়, এ বিষয়ে নিম্নরূপ অধিকতর স্পষ্টিকরণ করা হলো—
১. জাতীয় রাজস্ব বোর্ডকে অর্থ মন্ত্রণালয়ের অধীন একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগ হিসেবে উন্নীত করা হবে।
২. বিসিএস (কাস্টমস ও এক্সাইজ) এবং বিসিএস (কর) ক্যাডারের স্বার্থ সংরক্ষণ করে জাতীয় রাজস্ব বোর্ডকে শক্তিশালীকরণ এবং একটি বিশেষায়িত প্রতিষ্ঠান গঠনের মাধ্যমে রাজস্ব নীতি পৃথকীকরণের কাঠামো কীভাবে হবে, তা জাতীয় রাজস্ব বোর্ড, রাজস্ব সংস্কারবিষয়ক পরামর্শক কমিটি ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।
৩. জাতীয় রাজস্ব বোর্ডকে শক্তিশালীকরণ এবং রাজস্ব নীতি পৃথকীকরণের লক্ষ্যে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে জারি করা অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধন আনা হবে। উল্লেখ্য, সংশোধনের আগে পর্যন্ত বর্তমান অধ্যাদেশ কার্যকর হবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘সরকার আশা প্রকাশ করছে যে, এই ঘোষণার মাধ্যমে কর এবং কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সব উদ্বেগের অবসান ঘটবে এবং দেশের রাজস্ব আহরণ ও রাজস্ব সেবা প্রদানকারী সব দফতর অবিলম্বে পূর্ণ উদ্যমে কাজ শুরু করবে।’
সরকারের এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে বিবেচনা করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীরা তাদের চলমান কর্মবিরতি স্থগিত করেছেন।
এর আগে চার দফা দাবি আদায়ের লক্ষ্যে কঠোর কর্মসূচি গ্রহণ করেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। তারা ঘোষণা দেন, আন্তর্জাতিক যাত্রীসেবা এবং ওষুধ ও জীবন রক্ষাকারী সরঞ্জামের আমদানি-রপ্তানি ছাড়া আগামী সোমবার (২৬ মে) থেকে কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে বিস্ময়: এক লাখ টাকার শেয়ার ৮০ কোটি!
- ডিভিডেন্ডের উপর উচ্চ কর: শেয়ারবাজারের স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ
- বিনিয়োগকারীদের সর্বনাশ করেছে তালিকাভুক্ত দুই কোম্পানি
- বাংলাদেশের শেয়ারবাজারে দ্যুতি ছড়াচ্ছে ১৩ ‘বনেদি’ কোম্পানি
- মুনাফা থেকে লোকসানে তথ্য প্রযুক্তির দুই কোম্পানি
- শেয়ারবাজারের ১০ ব্যাংকে আমানত বেড়েছে ৩২ হাজার কোটি টাকা
- মূলধন বাড়ানোর সিদ্ধান্ত শেয়ারবাজারের ১৩ ব্যাংকের
- নীলক্ষেত হোস্টেল থেকে ঢাবির সাবেক শিক্ষার্থীর ম’রদেহ উদ্ধার
- ইরানকে হা-ম-লা বন্ধে প্রস্তাব
- সত্যিই কি স্ট্রোক করেছেন মির্জা ফখরুল? যা জানা গেল
- দুই বড় খবরের মধ্যে আজ খুলছে দেশের শেয়ারবাজার
- ডিভিডেন্ড বেড়েছে শেয়ারবাজারের সাত ব্যাংকের
- মূলধনের বেশি রিজার্ভ জ্বালানি খাতের ১৪ কোম্পানির
- কারাগারে ফাঁসিতে ঝুললেন সেই অস্ত্রধারী আ’লীগ নেতা
- শেয়ারবাজারের শর্ত পূরণে ৬০ কোম্পানিকে বিএসইসির আল্টিমেটাম