ঢাকা, রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
প্রথমবারের মতো কানে পুরষ্কৃত বাংলাদেশি সিনেমা; যা বললেন শাকিব

প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হলো একটি বাংলাদেশি সিনেমা। শনিবার উৎসবের ৭৮তম আসরের সমাপনী দিনে আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ বিশেষ উল্লেখযোগ্য সিনেমা হিসেবে স্বীকৃতি পেয়েছে।
এই অর্জনের জন্য পরিচালক আদনান আল রাজীব ও ‘আলী’ টিমকে অভিনন্দন জানিয়েছেন দেশের শোবিজ অঙ্গনের অনেক তারকা।
এ তালিকা থেকে বাদ জাননি বাংলাদেশের কিং খান হিসেবে পরিচিত সুপারস্টার শাকিব খান। এ ঘটনাটিকে বাংলাদেশের জন্য ঐতিহাসিক মনে করছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন এই সুপারস্টার। একটি ফটোকার্ড শেয়ার করে শাকিব খান লেখেন, বাংলাদেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত। সাবাশ! আদনান ও টিম ‘আলী’।
শাকিব খানের শুভেচ্ছা বার্তার মন্তব্যে আদনান আল রাজীব লেখেন, “ধন্যবাদ, শাকিব খান, আপনাকে ভালোবাসি।”
এর আগে গত শুক্রবার কানে প্রদর্শিত হয় ‘আলী’ সিনেমা। বিশেষ এ স্বীকৃতির পর ফেসবুকে আদনান আল রাজীব লেখেন, “এটা বাংলাদেশের জন্য। ধন্যবাদ কান চলচ্চিত্র উৎসব।”
সিনেমা ‘আলী’-এর গল্পে তুলে ধরা হয়েছে উপকূলীয় এক শহরের চিত্র। যেখানে নারীদের গান গাওয়ার অধিকার নেই। সেই প্রেক্ষাপটে এক কিশোর স্থানীয় গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে শহরে যাওয়ার স্বপ্ন দেখে। তবে তার গান গাওয়ার পেছনে রয়েছে একটি রহস্য, যা সিনেমার কাহিনিকে আরও গভীরতা দিয়েছে। সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন আল আমিন।
উল্লেখ্য, ২০০২ সালে প্রথমবার তারেক মাসুদের 'মাটির ময়না' নির্বাচন হয় কানের প্যারালাল সেকশন ‘ডিরেক্টরস ফোর্টনাইট’-এ।
এরপর ২০২১ সালে আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ কানের অফিশিয়াল সেকশন ‘আঁ সার্তে রিগা’-তে জায়গা করে নিয়ে ইতিহাস গড়ে। এটিই ছিল প্রথমবারের মতো বাংলাদেশের কোনো চলচ্চিত্রের কানের মূল প্রতিযোগিতা কাঠামোয় প্রবেশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিও হিসাবে ৫ লাখ টাকা নগদ জমা ও উত্তোলনের কথা ভাবছে বিএসইসি
- সরকারি কোম্পানি শেয়ারবাজারে আনার উদ্যোগ, তালিকায় ২১ প্রতিষ্ঠান
- ডিএসইর ব্রোকারেজ হাউজের নিবন্ধন বাতিল করল বিএসইসি
- বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ নিয়ে মুখ খুললেন অর্থ উপদেষ্টা
- ‘এলাম পরামর্শ নিতে, পেলাম পদত্যাগের বার্তা’- বিএসইসি চেয়ারম্যানের ক্ষোভ
- মিউচ্যুয়াল ফান্ড ও পাবলিক রুলস ইস্যুতে টাস্কফোর্সের চূড়ান্ত সুপারিশ
- দশ হাজার কোটি ঋণের বোঝায় আইসিবি, প্রস্তাব বিশেষ তহবিলের
- দুর্বল ৬ শেয়ারে বিনিয়োগকারীদের হতাশা আরও বেড়েছে
- ‘সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রস্তাব প্রত্যাখ্যান
- শেয়ারবাজারের ৯ ব্যাংক এমডিবিহীন, নেতৃত্ব সংকট তীব্র
- ঢাকা অচলের ঘোষণা
- তিন কোম্পানির বোনাস ডিভিডেন্ডে বিএসইসির সম্মতি
- লোকসান থেকে মুনাফায় বস্ত্র খাতের চার কোম্পানি
- নানামুখী চেষ্টার পরও ভেঙে পড়ছে দেশের শেয়ারবাজার
- শেয়ারবাজারে ৬১৭টি বিও হিসাব স্থগিত