ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২
বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ নিয়ে মুখ খুললেন অর্থ উপদেষ্টা
ডুয়া নিউজ: শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ নিয়ে বারবার গুজব ছড়ানো হচ্ছে। এসব গুজবের প্রভাব পড়ছে শেয়ারবাজারে—কখনও সূচক বাড়ছে, কখনও কমছে। তবে এ বিষয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ স্পষ্টভাবে জানিয়েছেন, রাশেদ মাকসুদ বিএসইসির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন এবং ভবিষ্যতেও এ দায়িত্বে থাকবেন।
সোমবার (২০ মে) সচিবালয়ে একটি প্রথম শ্রেণির গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা বলেন, “রাশেদ মাকসুদ ভালোভাবে কাজ করছেন। তাঁর পদত্যাগ চাওয়া মানে আসলে কাকে চাওয়া হচ্ছে? আগের চেয়ারম্যান শিবলী রুবাইয়াতের মতো কাউকে?”
এর আগে রোববার রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ওঠে, বিএসইসি চেয়ারম্যান পদত্যাগ করতে যাচ্ছেন এবং সে উদ্দেশেই তিনি সোমবার অর্থ মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে দেখা করতে যাচ্ছেন।
কিন্তু এ গুজবের সপক্ষে কোনও ভিত্তি নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন খন্দকার রাশেদ মাকসুদ। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, “প্রতিদিন আমার পদত্যাগের গল্প ছড়ানো হয়। কোথা থেকে এসব গুজব তৈরি হয়? আমি এসেছি প্রধান উপদেষ্টার দেওয়া পাঁচটি নির্দেশনার বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা করতে। অথচ সেটাকেই ঘুরিয়ে পদত্যাগের গল্প বানানো হয়েছে। এর প্রভাব বাজারে পড়ে না?”
তিনি আরও বলেন, “এভাবে যদি প্রতিদিন ভিত্তিহীন গুজব রটে, তাহলে কাজ করবে কে? বাজারের জন্য সবচেয়ে জরুরি হলো স্থিতিশীলতা ও আস্থা। অথচ কিছু গুজব সেই আস্থার ক্ষতি করছে।”
অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে আসন্ন বাজেট নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বিএসইসি চেয়ারম্যান। বাজেটে শেয়ারবাজার নিয়ে কিছু ইতিবাচক পদক্ষেপ থাকবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা প্রস্তাবনা দিয়েছি। এখন বাজেট প্রণয়নকারীরাই ঠিক করবেন, সেখানে কী থাকবে।”
বাজার বিশ্লেষকরা বলছেন, বাজারে নেতিবাচক প্রবণতার মধ্যে এ ধরনের গুজব পরিস্থিতি আরও অস্থিতিশীল করে তোলে। তারা তথ্য যাচাই না করে এমন সংবেদনশীল গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল