ঢাকা, রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ নিয়ে মুখ খুললেন অর্থ উপদেষ্টা

ডুয়া নিউজ: শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ নিয়ে বারবার গুজব ছড়ানো হচ্ছে। এসব গুজবের প্রভাব পড়ছে শেয়ারবাজারে—কখনও সূচক বাড়ছে, কখনও কমছে। তবে এ বিষয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ স্পষ্টভাবে জানিয়েছেন, রাশেদ মাকসুদ বিএসইসির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন এবং ভবিষ্যতেও এ দায়িত্বে থাকবেন।
সোমবার (২০ মে) সচিবালয়ে একটি প্রথম শ্রেণির গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা বলেন, “রাশেদ মাকসুদ ভালোভাবে কাজ করছেন। তাঁর পদত্যাগ চাওয়া মানে আসলে কাকে চাওয়া হচ্ছে? আগের চেয়ারম্যান শিবলী রুবাইয়াতের মতো কাউকে?”
এর আগে রোববার রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ওঠে, বিএসইসি চেয়ারম্যান পদত্যাগ করতে যাচ্ছেন এবং সে উদ্দেশেই তিনি সোমবার অর্থ মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে দেখা করতে যাচ্ছেন।
কিন্তু এ গুজবের সপক্ষে কোনও ভিত্তি নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন খন্দকার রাশেদ মাকসুদ। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, “প্রতিদিন আমার পদত্যাগের গল্প ছড়ানো হয়। কোথা থেকে এসব গুজব তৈরি হয়? আমি এসেছি প্রধান উপদেষ্টার দেওয়া পাঁচটি নির্দেশনার বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা করতে। অথচ সেটাকেই ঘুরিয়ে পদত্যাগের গল্প বানানো হয়েছে। এর প্রভাব বাজারে পড়ে না?”
তিনি আরও বলেন, “এভাবে যদি প্রতিদিন ভিত্তিহীন গুজব রটে, তাহলে কাজ করবে কে? বাজারের জন্য সবচেয়ে জরুরি হলো স্থিতিশীলতা ও আস্থা। অথচ কিছু গুজব সেই আস্থার ক্ষতি করছে।”
অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে আসন্ন বাজেট নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বিএসইসি চেয়ারম্যান। বাজেটে শেয়ারবাজার নিয়ে কিছু ইতিবাচক পদক্ষেপ থাকবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা প্রস্তাবনা দিয়েছি। এখন বাজেট প্রণয়নকারীরাই ঠিক করবেন, সেখানে কী থাকবে।”
বাজার বিশ্লেষকরা বলছেন, বাজারে নেতিবাচক প্রবণতার মধ্যে এ ধরনের গুজব পরিস্থিতি আরও অস্থিতিশীল করে তোলে। তারা তথ্য যাচাই না করে এমন সংবেদনশীল গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিও হিসাবে ৫ লাখ টাকা নগদ জমা ও উত্তোলনের কথা ভাবছে বিএসইসি
- সরকারি কোম্পানি শেয়ারবাজারে আনার উদ্যোগ, তালিকায় ২১ প্রতিষ্ঠান
- ডিএসইর ব্রোকারেজ হাউজের নিবন্ধন বাতিল করল বিএসইসি
- বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ নিয়ে মুখ খুললেন অর্থ উপদেষ্টা
- ‘এলাম পরামর্শ নিতে, পেলাম পদত্যাগের বার্তা’- বিএসইসি চেয়ারম্যানের ক্ষোভ
- মিউচ্যুয়াল ফান্ড ও পাবলিক রুলস ইস্যুতে টাস্কফোর্সের চূড়ান্ত সুপারিশ
- দশ হাজার কোটি ঋণের বোঝায় আইসিবি, প্রস্তাব বিশেষ তহবিলের
- দুর্বল ৬ শেয়ারে বিনিয়োগকারীদের হতাশা আরও বেড়েছে
- ‘সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রস্তাব প্রত্যাখ্যান
- শেয়ারবাজারের ৯ ব্যাংক এমডিবিহীন, নেতৃত্ব সংকট তীব্র
- ঢাকা অচলের ঘোষণা
- তিন কোম্পানির বোনাস ডিভিডেন্ডে বিএসইসির সম্মতি
- লোকসান থেকে মুনাফায় বস্ত্র খাতের চার কোম্পানি
- নানামুখী চেষ্টার পরও ভেঙে পড়ছে দেশের শেয়ারবাজার
- শেয়ারবাজারে ৬১৭টি বিও হিসাব স্থগিত