ঢাকা, রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃ'ত্যু মালয়েশিয়ায়

ডুয়া নিউজ- প্রবাস
২০২৫ মে ২৫ ১৪:০০:২
বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃ'ত্যু মালয়েশিয়ায়

ডুয়া ডেস্ক: মালয়েশিয়ার সেলাঙ্গরে একটি টয়োটা লেক্সাস এসইউভির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত যুবকের বয়স ২৬ বছর। সংঘর্ষের পর মোটরসাইকেলে আগুন ধরে যায়।

রোববার (২৫ মে) সকালে পেতালিং জেলার বন্দর উতামা মহাসড়কে সুঙ্গাই পেঞ্চালা টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে।

সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট জানায়, সকাল ৭টা ১৫ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে দামানসারা স্টেশন থেকে জরুরি সাড়ার দল পাঠানো হয়। সাত সদস্যের ওই উদ্ধারকারী দল সকাল ৭টা ২৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।

তারা গিয়ে দেখতে পান, মোটরসাইকেলটি এসইউভির সঙ্গে সংঘর্ষে পড়ে এবং প্রায় ৮০ শতাংশ অংশ আগুনে পুড়ে গেছে। আগুন নেভানোর পর ঘটনাস্থলে যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত