ঢাকা, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

তুরস্কে বিশেষ অভিযানে ৬৫ সেনা ও পুলিশ গ্রেফতার

২০২৫ মে ২৩ ১৭:৩৩:৩৪
তুরস্কে বিশেষ অভিযানে ৬৫ সেনা ও পুলিশ গ্রেফতার

ডুয়া ডেস্ক: তুরস্কের নিরাপত্তা বাহিনী শুক্রবার ভোরে এক সমন্বিত অভিযানে সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর ৬৫ জন সদস্যকে গ্রেপ্তার করেছে। প্রয়াত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এই অভিযান পরিচালিত হয়। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু ও স্থানীয় গণমাধ্যম হাল্ক টিভি এ তথ্য নিশ্চিত করেছে।

ইস্তাম্বুলসহ ৩৬টি প্রদেশে পরিচালিত এই অভিযানে আটককৃতদের মধ্যে ৫৬ জন সক্রিয় সামরিক কর্মকর্তা রয়েছেন। হাল্ক টিভির প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তারকৃত ৯ জন পুলিশ সদস্যের বেশিরভাগই ইস্তাম্বুলে কর্মরত ছিলেন। অভিযানে বিমানবাহিনী, নৌবাহিনী ও আধা-সামরিক বাহিনীর সদস্যদেরও আটক করা হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় তুরস্ক সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ফেতুল্লাহ গুলেনের অনুসারীদের সংগঠনকে তারা "ফেতুল্লাহ সন্ত্রাসী সংগঠন" (FETÖ) হিসেবে চিহ্নিত করে আসছে। ২০১৬ সালের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর থেকে গুলেনপন্থীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে তুরস্কের কর্তৃপক্ষ।

উল্লেখ্য, একসময় প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের ঘনিষ্ঠ মিত্র ছিলেন ফেতুল্লাহ গুলেন। তবে পরবর্তীতে তাদের মধ্যে রাজনৈতিক বিরোধ তীব্র হয়। ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রে পালিয়ে যাওয়া গুলেন ২০২৩ সালে সেখানেই মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পরও তুরস্ক সরকার বিশ্বব্যাপী গুলেন সমর্থকদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, সামরিক ও আইন-শৃঙ্খলা বাহিনীতে গুলেনপন্থীদের প্রভাব খতিয়ে দেখতেই এই অভিযান চালানো হয়েছে। তুরস্ক কর্তৃপক্ষের বক্তব্য, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো থেকে গুলেনপন্থী প্রভাব সম্পূর্ণভাবে নির্মূল করতে তারা বদ্ধপরিকর। বর্তমানে আরও ৭ জন সন্দেহভাজনের সন্ধান চলছে বলে জানানো হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে