ঢাকা, শুক্রবার, ১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২
সৌদি আরবের একটি ফ্ল্যাটে বাংলাদেশি আপন ২ ভাই খু-ন
.jpg)
ডুয়া ডেস্ক: সৌদি আরবের দাম্মামে একটি ফ্ল্যাট থেকে দুই বাংলাদেশি ভাই কামরুজ্জামান কাকন (২৬) ও কামরুল ইসলাম সাগরের (২২) মরদেহ উদ্ধার করেছে সৌদি পুলিশ। নিহতরা বাংলাদেশের সাভার উপজেলার উত্তর ভুরুলিয়ার আদর্শপাড়ার বাসিন্দা এবং ব্যবসায়ী মো. মোশারফ হোসেন লম্বরির ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, বড় ছেলে কাকন বেসরকারি একটি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করার পর কানাডায় চাকরির আশায় ঢাকার নয়াপল্টনের একটি রিক্রুটিং এজেন্সি সামিয়া ইন্টারন্যাশনালের পরিচালক বাহার উদ্দিনের সঙ্গে যোগাযোগ করেন। ২১ লাখ টাকা চুক্তিতে কাকনকে কানাডা পাঠানোর কথা থাকলেও তিন লাখ টাকা নিয়েও তা বাস্তবায়ন হয়নি।
পরে বাহার উদ্দিন ছোট ভাই সাগরকে ৪ লাখ ৩০ হাজার টাকায় সৌদি আরবে চাকরির প্রলোভনে পাঠান কিন্তু সেখানেও চাকরি না দিয়ে দুই ভাইকে একটি ছোট কক্ষে আটকে রাখা হয়। পরবর্তীতে কানাডা যাওয়ার আগের টাকা ফেরত চাইলে দুই ভাইকে আবারও উচ্চ বেতনের চাকরির প্রস্তাবে প্রলুব্ধ করে গত বছরের ৪ ডিসেম্বর সৌদি আরবে নিয়ে যাওয়া হয়। বাস্তবে কোনো চাকরি না দিয়ে তাদের ঘরে আটকে রাখা হয় এবং খাওয়া-দাওয়ারও যথাযথ ব্যবস্থা ছিল না।
বিষয়টি জানার পর মোশারফ হোসেন উমরাহ ভিসায় সৌদি আরব গিয়ে ছেলেদের সঙ্গে দেখা করেন। ফেরার সময় ছেলেদের দুরবস্থার কথা জেনে দেশে ফিরে আসেন এবং কাগজপত্র জটিলতার কারণে একটি সোনার চালান বিমানবন্দরে আটকে যায় বলে দাবি করেন তিনি।
পরিবারের ধারণা দীর্ঘ প্রতারণা ও আর্থিক ক্ষতির জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে বাহার উদ্দিন দাবি করেন তার কোনো সম্পৃক্ততা নেই এবং বরং মোশারফ হোসেনই তার কাছ থেকে ১০০ গ্রাম স্বর্ণ (মূল্য প্রায় ১৩ লাখ টাকা) আত্মসাৎ করেছেন।
এ ঘটনায় নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আবেদন করেছে পরিবার। ঘটনাটি ঘিরে এখন চলছে আইনি লড়াই ও তদন্ত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- চলতি সপ্তাহে আসছে ৬৫ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- শেয়ারবাজারে চলছে বহুজাতিক কোম্পানির ডিভিডেন্ড উৎসব
- সাত কোম্পানিতে বিনিয়োগ বেড়েছে উদ্যোক্তা পরিচালকদের
- ঢাবির হলে ধূমপায়ীদের সিট না দেওয়ার ঘোষণা; প্রশংসায় ভাসছেন প্রভোস্ট
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ইপিএস প্রকাশ করার তারিখ জানাল ১৫ প্রতিষ্ঠান
- স্টক ডিভিডেন্ড পেল ৩ কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- ৫২ সপ্তাহে সর্বোচ্চ উচ্চতায় শেয়ারবাজারের ৯ কোম্পানি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি