ঢাকা, রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
সৌদি আরবের একটি ফ্ল্যাটে বাংলাদেশি আপন ২ ভাই খু-ন
.jpg)
ডুয়া ডেস্ক: সৌদি আরবের দাম্মামে একটি ফ্ল্যাট থেকে দুই বাংলাদেশি ভাই কামরুজ্জামান কাকন (২৬) ও কামরুল ইসলাম সাগরের (২২) মরদেহ উদ্ধার করেছে সৌদি পুলিশ। নিহতরা বাংলাদেশের সাভার উপজেলার উত্তর ভুরুলিয়ার আদর্শপাড়ার বাসিন্দা এবং ব্যবসায়ী মো. মোশারফ হোসেন লম্বরির ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, বড় ছেলে কাকন বেসরকারি একটি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করার পর কানাডায় চাকরির আশায় ঢাকার নয়াপল্টনের একটি রিক্রুটিং এজেন্সি সামিয়া ইন্টারন্যাশনালের পরিচালক বাহার উদ্দিনের সঙ্গে যোগাযোগ করেন। ২১ লাখ টাকা চুক্তিতে কাকনকে কানাডা পাঠানোর কথা থাকলেও তিন লাখ টাকা নিয়েও তা বাস্তবায়ন হয়নি।
পরে বাহার উদ্দিন ছোট ভাই সাগরকে ৪ লাখ ৩০ হাজার টাকায় সৌদি আরবে চাকরির প্রলোভনে পাঠান কিন্তু সেখানেও চাকরি না দিয়ে দুই ভাইকে একটি ছোট কক্ষে আটকে রাখা হয়। পরবর্তীতে কানাডা যাওয়ার আগের টাকা ফেরত চাইলে দুই ভাইকে আবারও উচ্চ বেতনের চাকরির প্রস্তাবে প্রলুব্ধ করে গত বছরের ৪ ডিসেম্বর সৌদি আরবে নিয়ে যাওয়া হয়। বাস্তবে কোনো চাকরি না দিয়ে তাদের ঘরে আটকে রাখা হয় এবং খাওয়া-দাওয়ারও যথাযথ ব্যবস্থা ছিল না।
বিষয়টি জানার পর মোশারফ হোসেন উমরাহ ভিসায় সৌদি আরব গিয়ে ছেলেদের সঙ্গে দেখা করেন। ফেরার সময় ছেলেদের দুরবস্থার কথা জেনে দেশে ফিরে আসেন এবং কাগজপত্র জটিলতার কারণে একটি সোনার চালান বিমানবন্দরে আটকে যায় বলে দাবি করেন তিনি।
পরিবারের ধারণা দীর্ঘ প্রতারণা ও আর্থিক ক্ষতির জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে বাহার উদ্দিন দাবি করেন তার কোনো সম্পৃক্ততা নেই এবং বরং মোশারফ হোসেনই তার কাছ থেকে ১০০ গ্রাম স্বর্ণ (মূল্য প্রায় ১৩ লাখ টাকা) আত্মসাৎ করেছেন।
এ ঘটনায় নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আবেদন করেছে পরিবার। ঘটনাটি ঘিরে এখন চলছে আইনি লড়াই ও তদন্ত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিও হিসাবে ৫ লাখ টাকা নগদ জমা ও উত্তোলনের কথা ভাবছে বিএসইসি
- সরকারি কোম্পানি শেয়ারবাজারে আনার উদ্যোগ, তালিকায় ২১ প্রতিষ্ঠান
- ডিএসইর ব্রোকারেজ হাউজের নিবন্ধন বাতিল করল বিএসইসি
- বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ নিয়ে মুখ খুললেন অর্থ উপদেষ্টা
- ‘এলাম পরামর্শ নিতে, পেলাম পদত্যাগের বার্তা’- বিএসইসি চেয়ারম্যানের ক্ষোভ
- মিউচ্যুয়াল ফান্ড ও পাবলিক রুলস ইস্যুতে টাস্কফোর্সের চূড়ান্ত সুপারিশ
- দশ হাজার কোটি ঋণের বোঝায় আইসিবি, প্রস্তাব বিশেষ তহবিলের
- দুর্বল ৬ শেয়ারে বিনিয়োগকারীদের হতাশা আরও বেড়েছে
- ‘সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রস্তাব প্রত্যাখ্যান
- শেয়ারবাজারের ৯ ব্যাংক এমডিবিহীন, নেতৃত্ব সংকট তীব্র
- ঢাকা অচলের ঘোষণা
- তিন কোম্পানির বোনাস ডিভিডেন্ডে বিএসইসির সম্মতি
- লোকসান থেকে মুনাফায় বস্ত্র খাতের চার কোম্পানি
- নানামুখী চেষ্টার পরও ভেঙে পড়ছে দেশের শেয়ারবাজার
- শেয়ারবাজারে ৬১৭টি বিও হিসাব স্থগিত