ঢাকা, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

২১ দিন পর দেশে ফিরল প্রবাসীর নিথর দেহ

২০২৫ মে ২২ ২১:০৮:৫৬
২১ দিন পর দেশে ফিরল প্রবাসীর নিথর দেহ

ডুয়া ডেস্ক: রাজশাহীর বাঘা উপজেলার মহদিপুর গ্রামের প্রবাসী যুবক শাহ আলম চঞ্চলের লাশ ২১ দিন পর নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বুধবার (২১ মে) সকাল ১০টায় তাকে দাফন করা হয়।

২৫ বছর বয়সী চঞ্চল পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরাতে ঋণ নিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন। তবে গত ৩০ এপ্রিল সকাল সাড়ে ৮টার দিকে সেখানে কর্মস্থলে একটি ভেকু মেশিনের ধাক্কায় প্রাণ হারান তিনি।

চঞ্চল ছিলেন মহদিপুর গ্রামের রফিকুল ইসলাম জফিরের ছেলে। তার চাচাতো ভাই ফয়সাল আহম্মেদ জানান, মঙ্গলবার ভোররাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চঞ্চলের মরদেহ গ্রহণ করা হয়। এরপর নিজ গ্রামে এনে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

দুই বছর আগে শ্রমিক ভিসায় মালয়েশিয়ায় যান চঞ্চল। সেখানে এক নির্মাণ প্রতিষ্ঠানে ভেকু মেশিন চালকের সহকারী হিসেবে কাজ করতেন। কঠোর পরিশ্রম করে পরিবারকে আর্থিক সংকট থেকে বের করে আনছিলেন তিনি। এর মধ্যেই দুর্ঘটনা কেড়ে নিল তার প্রাণ।

ছেলের মৃত্যুতে পিতা রফিকুল ইসলাম ভেঙে পড়েছেন, আর মা সাথী বেগম বাকরুদ্ধ হয়ে পড়েছেন। রফিকুল বলেন, মৃত্যুর আগের রাতেও ছেলের সঙ্গে কথা হয়েছিল। তখন সে সবার কাছে দোয়া চেয়েছিল। কে জানত, সেটাই হবে তার শেষ কথা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে