ঢাকা, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

মাঝআকাশে ভয়াবহ ঝড়ের কবলে ভারতীয় বিমান

২০২৫ মে ২২ ১৩:২৫:৪৮
মাঝআকাশে ভয়াবহ ঝড়ের কবলে ভারতীয় বিমান

ডুয়া ডেস্ক: মাঝআকাশে ভয়াবহ ঝড়ের কবলে পড়ে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান। ফ্লাইট নম্বর ৬ই ২১৪২ দিল্লি থেকে কাশ্মীরের শ্রীনগরের পথে যাওয়ার সময় হঠাৎ শিলাবৃষ্টি ও প্রবল ঝড়ের মুখে পড়ে বিমানটি।

ঘটনাটি ঘটেছে বুধবার (২১ মে)। ঝড়ের তীব্রতায় বিমানটির সামনের অংশ বিশেষ করে ‘নোজ’ অংশটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে হিন্দুস্থান টাইমস।

শ্রীনগর বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়।

এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, পাইলট ও ক্রু সদস্যরা সব ধরনের জরুরি প্রটোকল অনুসরণ করেন এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট ছিলেন। পরে আতঙ্কগ্রস্ত যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা ও সান্ত্বনা দেওয়া হয়।

ঘটনার পর বিমানে থাকা এক যাত্রী ওয়াইস মাকবুল মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্সে লেখেন, “আমি বিমানটিতে কাশ্মীরে আমার বাড়ি ফিরছিলাম। এটা ছিল যেন মৃত্যুর মুখ থেকে ফিরে আসার অভিজ্ঞতা। ঝড়ের সময় মানুষ আতঙ্কে চিৎকার করছিল, সবার মুখে ছিল সৃষ্টিকর্তার নাম।”

এক্সে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় যাত্রীরা আতঙ্কে চিৎকার করছেন, বিমানের ভিতরে এক ধরনের হাহাকার পরিস্থিতি বিরাজ করছিল। বিমানের সামনের অংশের ক্ষতির চিত্রও ভিডিওতে স্পষ্ট দেখা গেছে।

বর্তমানে বিমানটিকে গ্রাউন্ডে রাখা হয়েছে এবং বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা ও রক্ষণাবেক্ষণের পর সেটিকে পুনরায় চলাচলের উপযুক্ত করা হবে বলে জানানো হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে