ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২
হঠাৎ জাপান ছাড়ার হিড়িক; নেপথ্যে ভবিষ্যদ্বাণী!

ডুয়া ডেস্ক: জাপানে ভয়াবহ ভূমিকম্পের আশঙ্কায় হঠাৎ করেই দেশটি ছাড়ছেন অনেক পর্যটক ও কিছু স্থানীয় বাসিন্দা। বিশেষ করে পূর্ব এশিয়ার পর্যটকদের মধ্যে আতঙ্ক এতটাই বেড়েছে যে, অনেকে ইতোমধ্যেই জাপান সফর বাতিল বা স্থগিত করেছেন। এই ভীতির পেছনে রয়েছে একটি জনপ্রিয় জাপানি মাঙ্গা, কিছু ভবিষ্যদ্বাণী এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুজব ও আলোচনা।
১৯৯৯ সালে প্রকাশিত জাপানি মাঙ্গাশিল্পী রিয়ো তাতসুকির ভবিষ্যদ্বাণীমূলক গ্রন্থ দ্য ফিউচার আই সি–তে ২০১১ সালের মার্চে একটি ‘মহা দুর্যোগ’-এর পূর্বাভাস দেওয়া হয়েছিল। আশ্চর্যজনকভাবে, সেই একই সময়ে ঘটে যায় তোহোকু অঞ্চলের ভয়াবহ ৯.০ মাত্রার ভূমিকম্প। ২০২১ সালে প্রকাশিত বইটির ‘সম্পূর্ণ সংস্করণ’-এ লেখা হয়, “পরবর্তী বড় ভূমিকম্প আসবে ২০২৫ সালের জুলাইয়ে।”—এই তথ্য উঠে এসেছে সংবাদ সংস্থা সিএনএন-এর এক প্রতিবেদনে।
একই সময়ে জাপান ও হংকংয়ের কিছু আত্মঘোষিত ভবিষ্যৎদ্রষ্টা এবং ফেং শুই বিশেষজ্ঞরাও বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। এসব ভবিষ্যদ্বাণী দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং গুজবের আকার ধারণ করে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে।
এ বিষয়ে হংকংয়ের ট্রাভেল এজেন্সি ডব্লিউডব্লিউপিকেজি–এর ম্যানেজিং ডিরেক্টর সি এন ইউয়েন বলেন, “ইস্টার ছুটির সময় জাপানে ট্যুর বুকিং প্রায় ৫০ শতাংশ কমে গেছে। সামনে আরও কমবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে মূল ভূখণ্ড চীন ও হংকংয়ের পর্যটকরাই সবচেয়ে বেশি আতঙ্কিত, যারা জাপানের দ্বিতীয় ও চতুর্থ বৃহত্তম পর্যটক উৎস দেশ। একই ভয় ছড়িয়ে পড়েছে থাইল্যান্ড ও ভিয়েতনামের পর্যটকদের মধ্যেও।”
এদিকে সামাজিক মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে জাপান সফর এড়িয়ে চলার আহ্বান, সম্ভাব্য ভূমিকম্পের প্রস্তুতি এবং মাঙ্গায় বর্ণিত ‘স্বপ্নদর্শন’ নিয়ে তুমুল আলোচনা ও বিভিন্ন ভিডিও ও পোস্ট ছড়িয়ে পড়েছে।
জাপানের সরকার ২০২৫ সালের জুলাইয়ে কোনো নির্দিষ্ট ভূমিকম্পের পূর্বাভাস দেয়নি। তবে তারা জানুয়ারিতে জানিয়েছিল, আগামী ৩০ বছরের মধ্যে দক্ষিণাঞ্চলের নানকাই ট্রাফ এলাকায় ৮০ শতাংশ সম্ভাবনা রয়েছে একটি প্রলয়ংকরী ভূমিকম্প ঘটার। তবুও ভূমিকম্প বিশেষজ্ঞদের অনেকেই এই ধরনের পূর্বাভাসের সঠিকতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন, কারণ বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে নির্দিষ্ট সময় উল্লেখ করে ভূমিকম্পের ভবিষ্যদ্বাণী করা প্রায় অসম্ভব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- চলতি সপ্তাহে বেক্সিমকোর ফ্লোর প্রাইস ওঠার সম্ভাবনা
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- ১৬ জুলাই সরকারি ছুটি কি-না? যা জানা যাচ্ছে
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- ঢাবির জিয়া হলে ‘ক্যারিয়ার টক’ অনুষ্ঠিত
- ডিভিডেন্ড পেয়েছে চার কোম্পানির বিনিয়োগকারীরা
- শেয়ার কারসাজিকারীদের শাস্তি ১০ বছর করার প্রস্তাব