ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২
৭ দফা দাবি
চবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ

ডুয়া ডেস্ক: শতভাগ আবাসন নিশ্চিতকরণ, সকল বিভাগ ও ইনস্টিটিউটে সেশনজট নিরসন এবং অনতিবিলম্বে চাকসু নির্বাচনসহ ৭ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রশিবির।
আজ সোমবার (১৯ মে) চাকসু ভবন থেকে চবি ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়ে প্রশাসনিক ভবন ও শহীদ মিনার অতিক্রম করে জিরো পয়েন্টে শেষ হয়। সমাবেশের শেষে শাখা সভাপতি ৭ দফা দাবি ঘোষণা করেন।
চবি ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বলেন, “উপাচার্য স্যার বলেছেন, ‘তোমাদের দাবির সাথে আমার দাবিগুলো যুক্ত করো।’ আমরা আপনার দাবিগুলো কাকে জানাবো? আপনিই তো এই বিশ্ববিদ্যালয়ের অভিভাবক। আপনার দাবি যদি থাকতো, তাহলে আমাদের দাবির সাথে যুক্ত করে কেন সেটা ড. মুহাম্মদ ইউনূসের কাছে উপস্থাপন করেননি? এর জবাব আপনাকে দিতে হবে।”
তিনি আরও বলেন, “আপনি বলেছেন যারা অবৈধ ও টাকার মাধ্যমে নিয়োগ হয়েছে, তাদের কারণে ৪০ বছর এই বিশ্ববিদ্যালয় অকেজো থাকবে। তাহলে তারা কেন শিক্ষকের পদে থাকবে? যারা আমাদের ভাইকে হত্যা করেছে, শহীদ মিনারে রক্ত ঝড়িয়েছে, তারা কেন এখনো বিভিন্ন পদে পদায়ন হচ্ছে? কেন তাদেরকে বহিষ্কার করা হচ্ছে না? তাদেরকে সাথে নিয়ে আপনারা কিসের কনফারেন্স-সেমিনার করেন?”
ছাত্রশিবিরের ঘোষিত ৭ দফা দাবি হলো—১. শতভাগ আবাসন নিশ্চিত করতে হবে এবং আবাসন না পাওয়া পর্যন্ত অনাবাসিক সকল শিক্ষার্থীকে আবাসন ভাতা প্রদান করতে হবে।২. সকল বিভাগ ও ইনস্টিটিউটে অনতিবিলম্বে সেশনজট নিরসন এবং শিক্ষার আধুনিকায়ন নিশ্চিত করতে হবে।৩. পর্যাপ্ত ও নিরাপদ যাতায়াতের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।৪. দ্রুত সময়ের মধ্যে চাকসু নির্বাচন আয়োজন করতে হবে।৫. টিএসসি স্থাপন, সেন্ট্রাল অডিটোরিয়াম নির্মাণ, কেন্দ্রীয় মসজিদ পুনর্নির্মাণ এবং আবাসিক হলসহ অন্যান্য স্থাপনাসমূহ সংস্কার করতে হবে।৬. জুলাই বিপ্লব ও ফ্যাসিবাদী শাসনামলে শিক্ষার্থীদের প্রতি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্যাতনে জড়িত শিক্ষার্থীদের স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে এবং জড়িত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের চাকরিচ্যুত করতে হবে।৭. বিগত ফ্যাসিবাদী শাসনামলে অবৈধ নিয়োগের সঙ্গে জড়িত সকলের বিচার এবং নিয়োগপ্রাপ্তদের চাকরিচ্যুতির ব্যবস্থা নিতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- শেয়ারবাজারে রেকর্ড: বছরের সর্বোচ্চ দামে ১৭ কোম্পানি
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- তিন শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- ব্যাখ্যা শুনতে ডাকা হচ্ছে শেয়ারবাজারের পাঁচ ব্যাংককে