ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২
বাগছাস
ভবঘুরেদের পুনর্বাসনের দাবি
ঢাবি প্রতিনিধি: বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার আহ্বায়ক আব্দুল কাদের বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকা বহিরাগত ও ভবঘুরেদের রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তাহলে ক্যাম্পাসে ভবঘুরে ও বহিরাগত নিয়ন্ত্রণ সম্ভব হবে।
সোমবার (১৯ মে) বিকেলে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ভবঘুরে, মাদকাসক্ত ও অপ্রকৃতস্থমুক্ত ক্যাম্পাসের দাবিতে বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্রসংসদ আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি।
আব্দুল কাদের তার বক্তব্যের শুরুতেই গত ১৩ মে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হওয়া ঢাবির শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি সাম্যের মতো আর কারো যেন এই নির্মম পরিণত বরণ করতে না হয় সে লক্ষ্যে নিরাপদ ক্যাম্পাসের দাবি জানান তিনি।
আব্দুল কাদের বলেন, বহিরাগত ও ভবঘুরেদের কারণে ঢাবি ক্যাম্পাসে নারী শিক্ষার্থীরা সবসময় আতঙ্কিত থাকে। তারা ভবঘুরেদের দ্বারা নানাভাবে হেনস্তার স্বীকার হয়। বিশেষ করে মেয়েদের হলগুলোর সামনের ফুটপাতে ভবঘুরেরা বেশি থাকে। ফলে মেয়েরা হলে প্রবেশের সময় এবং বের হওয়ার সময় নিরাপত্তাহীনতায় ভোগে।
তিনি আরও বলেন, আমরা এ সমস্যা নিরসনে ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কয়েকটি প্রস্তাবনা দিয়েছি। আমরা এও বলেছি দুটি পিক আওয়ারে, সকাল ছয়টা থেকে দশটা এবং সন্ধ্যা ছয়টা থেকে দশটা, এই দুই সময়ে মেয়েদের হলের সামনে দুইটা প্রক্টরিয়াল টিম মোতায়েন করতে।
আব্দুল কাদের আরও বলেন, ক্যাম্পাসে ভবঘুরে ও উদ্বাস্তু নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসন অসহায়ত্ব প্রকাশ করেছেন। তারা বলেছেন কোন ভবঘুরেকে উচ্ছেদ করলে এক ঘন্টা পর সে আবার এসে বসে যায়। এজন্য রাষ্ট্রের সহায়তায় ভবঘুরেদের স্থায়ীভাবে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
ভবঘুরে উচ্ছেদে ছাত্রসংগঠনগুলোর ভূমিকা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু ছাত্রসংগঠন ভবঘুরে উচ্ছেদে বাধা সৃষ্টি করেছে। তারা তাদের মাদার সংগঠনের পারপাস সার্ভ করতে ব্যস্ত। তিনি তাদের ছাত্রদের সমস্যা সমাধানে উদ্যোগী হওয়ার আহবান জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি