ঢাকা, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২
বাসযোগে ‘লংমার্চ টু ইউজিসি’ বাস্তবায়নে শিক্ষার্থীরা

ডুয়া ডেস্ক: দেশের একমাত্র ডিজিটাল ও বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ’ এর নাম পরিবর্তন করে সরকার সম্প্রতি ‘গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি’ নামে গেজেট প্রকাশ করেছে। তবে এতে ‘বাংলাদেশ’ শব্দটি বাদ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা অ্যাকাডেমিক কার্যক্রম বর্জন করেছেন। দীর্ঘদিন অপেক্ষার পরও সমাধান না আসায় এবার তারা রাস্তায় নেমেছেন ‘লংমার্চ টু ইউজিসি’ কর্মসূচি নিয়ে।
সোমবার (১৯ মে) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে দুইটি বাসে করে দুই শতাধিক শিক্ষার্থী ইউজিসির উদ্দেশ্যে রওনা দেন। ইন্টারনেট অব থিংস অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং (আইআরই) বিভাগের শিক্ষার্থী মো. ফখরুল হাসান ফয়সাল জানান, ‘অনেকেই ঢাকায় অবস্থান করায় সেখান থেকেও তারা কর্মসূচিতে যুক্ত হবেন। বাস ইতোমধ্যে ঢাকার পথে রয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা আমাদের ক্লাস বন্ধের বিষয়টি ইউজিসি চেয়ারম্যান ও অন্যান্য সদস্যদের দুইবার জানিয়েছি। আমরা স্পষ্ট করে বলেছি, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সী নামের অধীনে কোনো কার্যক্রমে অংশ নেব না। তিন মাস ধরে আমরা অপেক্ষা করেছি কিন্তু এখনও পর্যন্ত ইউজিসির পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। আমাদের বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ রয়েছে কিন্তু ইউজিসির পক্ষ থেকে তার প্রতিকারে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। এর জবাব আমরা চাই।’
এর আগেও গত শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘লংমার্চ টু ইউজিসি’ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন শিক্ষার্থীরা। তারা যুক্তি দেখান, দেশের অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের নামের সঙ্গে ‘বাংলাদেশ’ যুক্ত রয়েছে, যেমন: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি ও এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, বাংলাদেশ। অথচ একই অধ্যাদেশের আওতায় থাকা সত্ত্বেও ডিজিটাল ইউনিভার্সিটির নাম থেকে ‘বাংলাদেশ’ শব্দটি বাদ দেওয়া হয়েছে।
নাম পরিবর্তনের প্রস্তাব হিসেবে শিক্ষার্থীরা চারটি বিকল্প নাম তুলে ধরেছেন:
১. বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেকনোলজি
২. বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি
৩. বাংলাদেশ ইউনিভার্সিটি অব অ্যাডভান্সড টেকনোলজি
৪. বাংলাদেশ ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি
তাদের দাবি, এ চারটি নামের যেকোনো একটি চূড়ান্ত করে পুনরায় গেজেট প্রকাশ করতে হবে। যদিও এখনো বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পূর্বের নাম অর্থাৎ ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ দেখা যাচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- শেয়ারবাজারে রেকর্ড: বছরের সর্বোচ্চ দামে ১৭ কোম্পানি
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- ব্যাখ্যা শুনতে ডাকা হচ্ছে শেয়ারবাজারের পাঁচ ব্যাংককে