ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২
বিদ্যুৎ খাতে ভারতের দাদাগিরি বন্ধ করছে বাংলাদেশ
ডুয়া ডেস্ক: বিদ্যুৎ এখন আর শুধু আলোর উৎস নয়—এটি একেকটি দেশের কৌশলগত সক্ষমতা ও জাতীয় মর্যাদার প্রতীক। বাংলাদেশের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। একসময় বিদ্যুৎ খাত ছিল ঘনঘন লোডশেডিং, দুর্নীতি এবং বহুজাতিক চুক্তির এক অন্ধকার অধ্যায়। সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে আজ বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদনে অভাবনীয় সাফল্য অর্জন করেছে।
এক দশক আগেও ভারত থেকে আমদানি করা বিদ্যুতের ওপর নির্ভরশীলতা ছিল বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থার বড় চ্যালেঞ্জ। ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও আসাম থেকে আসা বিদ্যুৎ কখনো থেমে যেত, আবার কখনো হঠাৎ করে বেড়ে যেত দাম। তৎকালীন সরকার ‘ডিজিটাল বাংলাদেশ’-এর স্বপ্ন দেখালেও বাস্তবে কুইক রেন্টাল প্রকল্পের নামে গড়ে উঠেছিল এক ধরনের বিদেশনির্ভরতা ও মুনাফাকেন্দ্রিক চক্র।
এই অবস্থার আমূল পরিবর্তন আসে ২০২৪ সালের রাজনৈতিক পালাবদলের পর যখন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্ব গ্রহণ করেন। তাঁর নেতৃত্বে ধাপে ধাপে বিদ্যুৎ খাতে শুরু হয় কাঠামোগত সংস্কার।
প্রথমেই বন্ধ করা হয় ভাড়াভিত্তিক ‘কুইক রেন্টাল’ বিদ্যুৎ প্রকল্পের নবায়ন। এরপর দেশীয় গ্যাস ও কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে জোর দেওয়া হয়। পায়রা, রামপাল ও মাতারবাড়ির মতো মেগা প্রকল্পগুলোতে বিদেশি কর্তৃত্ব সরিয়ে দেশের প্রকৌশলী ও বিনিয়োগকারীদের ভূমিকা বাড়ানো হয়।
এর ফল স্পষ্ট। বর্তমানে বাংলাদেশ নিজেই তার মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ৯৫ শতাংশ উৎপাদন করতে সক্ষম। একসময় ভারত থেকে আমদানির হার যেখানে ছিল ২০ শতাংশের বেশি, এখন তা কমে এসেছে ৭-৮ শতাংশে।
সীমান্তবর্তী কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার মতো এলাকায় একসময় ভারতীয় বিদ্যুৎ নির্ভরতা থাকলেও, এখন দেশীয় গ্রিডই চালু রয়েছে। দেশের ৯৭ শতাংশ গ্রামে বিদ্যুৎ পৌঁছে গেছে, যা এক সময় কল্পনার বাইরে ছিল।
পরিবেশবান্ধব শক্তির দিকেও এগোচ্ছে দেশ। বর্তমানে সৌরবিদ্যুৎ উৎপাদন ৭০০ মেগাওয়াট ছাড়িয়েছে, এবং সরকারের লক্ষ্য ২০২৫ সালের মধ্যে তা ২০০০ মেগাওয়াটে উন্নীত করা।
তবে এই আত্মনির্ভরতার অগ্রযাত্রায় শুরু হয়েছে এক নতুন ভূরাজনৈতিক স্নায়ুযুদ্ধ। ভারতের তিনটি বড় বিদ্যুৎ কোম্পানি আবারও বাংলাদেশের সঙ্গে আলোচনায় বসেছে, কম দামে বিদ্যুৎ সরবরাহের প্রস্তাব দিচ্ছে। স্পষ্টতই বোঝা যাচ্ছে—বাংলাদেশ বিদ্যুৎ খাতে জয়ী হলেও আঞ্চলিক কূটনৈতিক প্রতিযোগিতা এখনো শেষ হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- চলতি সপ্তাহে আসছে ৪৪ কোম্পানির ইপিএস