ঢাকা, রবিবার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

ভারতের মহাকাশ প্রচেষ্টা মাঝপথে থেমে গেল

২০২৫ মে ১৮ ১৩:০১:৩৭
ভারতের মহাকাশ প্রচেষ্টা মাঝপথে থেমে গেল

ডুয়া ডেস্ক: ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর নতুন মহাকাশ অভিযান মাঝপথে ব্যর্থ হয়েছে। ‘ইওএস-০৯’ নামের কৃত্রিম উপগ্রহ মহাকাশে প্রেরণের লক্ষ্যে রওনা দিয়েছিল ইসরোর রকেট পিএসএলভি-সি৬১।

রোববার স্থানীয় সময় ভোর ৫টা ৫৯ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। শুরুতে উৎক্ষেপণ সফল হলেও, তৃতীয় ধাপে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় মিশনটি মাঝপথেই বাতিল করতে হয়। উপগ্রহটিকে নির্ধারিত কক্ষপথে স্থাপন করা সম্ভব হয়নি।

ব্যর্থতার পর রকেটটি মহাকাশেই ধ্বংস করে দেওয়া হয় বলে নিশ্চিত করেছে ইসরো। সংস্থার চেয়ারম্যান ভি নারায়ণান সরাসরি সম্প্রচারকালে ব্যর্থতার বিষয়টি স্বীকার করেন।

পরে এক বিবৃতিতে ইসরো জানায়, এটি ছিল তাদের ১০১তম মিশন। দ্বিতীয় ধাপ পর্যন্ত সবকিছু স্বাভাবিক থাকলেও তৃতীয় ধাপে নির্দিষ্ট পর্যবেক্ষণে সমস্যা দেখা দেয়, যার ফলে মিশনটি শেষ করা সম্ভব হয়নি।

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ইসরোর ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহটির ওজন ছিল ১ হাজার ৬৯৬ কেজি। এটি ৫২৪ কিলোমিটার উচ্চতায় সান-সিংক্রোনাস পোলার কক্ষপথে স্থাপন করার পরিকল্পনা ছিল।

তবে অভিযানের তৃতীয় ধাপে ব্যবহৃত মোটরটি উৎক্ষেপণের ২০৩ সেকেন্ড পর যান্ত্রিক ত্রুটিতে আক্রান্ত হয়, যার ফলে মিশনটি ব্যর্থ হয়।

২০১৭ সাল থেকে পিএসএলভি রকেট ব্যবহার করে একাধিক মহাকাশ অভিযান চালিয়ে আসছে ইসরো। এখন পর্যন্ত এই রকেট দিয়ে ৬৩টি উৎক্ষেপণ করা হয়েছে, যার মধ্যে তিনটি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে