ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২
স্বৈরাচারের আমলে পাচার হওয়া টাকা ফেরাতে প্রবাসীদের সহযোগিতা চাইলেন গভর্নর
.jpg)
ডুয়া ডেস্ক: অনির্বাচিত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সময় বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে প্রবাসীদের সহযোগিতা চেয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসীদের উদ্দেশে তিনি এই আহ্বান জানান।
বৃহস্পতিবার (১৫ মে) দুবাইয়ের রেডিসন ব্লু হোটেলের বলরুমে জনতা ব্যাংক ও ইসলামী ব্যাংকের আয়োজনে প্রবাসী ও বিভিন্ন মানি এক্সচেঞ্জ প্রতিনিধি এবং গ্রাহকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এই আহ্বান জানান গভর্নর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ, কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান, জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মজিবুল হক এবং ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক।
গভর্নর ড. আহসান বলেন, পাচার হওয়া টাকা ফেরাতে আমরা আইনিভাবে কাজ করছি। ইতোমধ্যে বিশ্বের প্রায় ৫০টি ল’ ফার্মের সঙ্গে আলোচনা হয়েছে। দুবাই সফরেও ২৫টি ল’ ফার্ম এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে। আমেরিকা, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও আমিরাত—সব জায়গা থেকেই ইতিবাচক সাড়া মিলেছে।
তিনি আরও বলেন, এই টাকা ফেরত আনা সহজ নয়, তবে অসম্ভবও নয়। ইতোমধ্যে অগ্রগতি হয়েছে। আগামীর সরকার এই প্রক্রিয়া অব্যাহত রাখবে বলে আশা করছি। তবে এজন্য প্রবাসীদের জনমত গড়ে তুলতে হবে, যেন পরবর্তী সরকার এই উদ্যোগ বন্ধ না করে।
গভর্নর বলেন, প্রবাসীদের রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে৷ তাই প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আমরা যা যা করার তাই করব।
এসময় রাষ্ট্রদূত মুহাম্মদ তারেক আহমেদ বলেন, গত ৯ মাসের ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করা হয়েছে। এ ক্ষেত্রে প্রবাসীদের ভূমিকা অপরিসীম।
কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান বলেন, প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে চার্জ মওকুফ অথবা পরিমাণ কমালে হয়তো রেমিট্যান্সে আরও গতি পাবে।
অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা বিমানবন্দরে হয়রানি রোধ, খেলাপি ঋণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, রেমিট্যান্সে রাষ্ট্রীয় ভর্তুকি দেওয়ার মতো নানা গুরুত্বপূর্ণ প্রস্তাব দেন এবং এমন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন কোম্পানির কারখানা বন্ধ, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- আইসিবি’র বিশেষ তহবিলের মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বৃদ্ধি
- কেয়া কসমেটিক্সের ৮ হাজার কোটি টাকা উধাও, চার ব্যাংককে তলব
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- ব্লুমবার্গের টেকসই তালিকায় বাংলাদেশের ১১ তালিকাভুক্ত কোম্পানি
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- দুই খবরে আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারের চমক
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- ২৩ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
- বিএসইসির নতুন মার্জিন বিধিমালার খসড়া অনুমোদন
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারের জন্য সুখবর: কমছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ