ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২
আবারও আলোচনায় বোতল ছোড়া ছাত্র, জানালেন ঘটনার পেছনের কথা

ডুয়া নিউজ: চার দফা দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গত বুধবার রাত ১০টার পর রাজধানীর কাকরাইল মসজিদের সামনে যান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সেখানে কথা বলার একপর্যায়ে উত্তেজনার মধ্যে একজন শিক্ষার্থী একটি প্লাস্টিকের পানির বোতল ছুড়ে মারেন, যা উপদেষ্টার মাথায় লাগে।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে বোতল ছুড়েছেন বলে চিহ্নিত হওয়া জবি শিক্ষার্থী ইশতিয়াক হোসাইনকে বৃহস্পতিবার গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার সন্ধ্যায় তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মুক্তির পর রাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইশতিয়াক বলেন,“২৬ ঘণ্টা ধরে ডিবি কার্যালয়ে ছিলাম। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিট পর্যন্ত আমাকে সেখানে রাখা হয়।”
তিনি জানান,“আমাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়নি, তবে বিভিন্ন প্রশ্ন করে গভীর রাত পর্যন্ত জেগে রাখা হয়। এমনকি আমাকে ফাঁসির আসামিদের সঙ্গে জেল হাজতে রাখার চেষ্টা করা হয়েছিল।”
রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে এক প্রশ্নের জবাবে ইশতিয়াক বলেন,“আমি আগে কখনও কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না, এখনও নেই। এমনকি আমার মোবাইল ফোনও তারা পরীক্ষা করেছে, সেখানে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণ মেলেনি।”
ইশতিয়াক জানান, তাকে আটক করার পর তার পরিবারের সদস্যদের শুক্রবার দুপুর ২টা বা ৩টার পরে জানানো হয়।
উল্লেখ্য, বুধবার রাতে উপদেষ্টা মাহফুজ আলম শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন শিক্ষার্থীরা। এ সময় উত্তেজনার মধ্যে ইশতিয়াক বোতল নিক্ষেপ করেন, যা সরাসরি উপদেষ্টার মাথায় লাগে। ঘটনার পর প্রশাসন বৃহস্পতিবারই ইশতিয়াকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি
- ১০ কোম্পানির কারণে ৩ মাস পেছনে গেল শেয়ারবাজার
- শেয়ারবাজার কি ধ্বংসের পথে? আর কত রক্তক্ষরণ?