ঢাকা, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২
‘ইন্টেরিমকে’ সাবধান করে বার্তা দিলেন উমামা ফতেমা
.jpg)
ডুয়া ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলন ঘিরে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে অন্তর্বর্তীকালীন (ইন্টেরিম) সরকারকে সরাসরি সতর্কবার্তা দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফতেমা। বৃহস্পতিবার (১৫ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে তিনি লিখেছেন, ‘Alert! সাবধান ইন্টেরিম!’
পোস্টে উমামা জানান, “ছাত্ররা যমুনার আগে কাকরাইল মোড়ে অবস্থান করছে। ইতোমধ্যে পুলিশ রমনা দিকের রাস্তার লাইট একবার বন্ধ করে দেয়, পরে ছাত্রদের চিৎকারে আবার চালু করে। এখন বিভিন্ন মোড়ে পুলিশ রণসজ্জায় অবস্থান নিয়েছে। কাকরাইলে প্রচুর পুলিশের গাড়ি দেখা গেছে। পুলিশ বুলেটপ্রুফ ভেস্ট পরে প্রস্তুতি নিচ্ছে বলে ছাত্রদের পক্ষ থেকে জানানো হয়েছে। এমনকি বন্দুকে গুলি লোড করতে দেখেছে বলেও প্রত্যক্ষদর্শী ছাত্ররা জানিয়েছে। এ অবস্থায় ছাত্ররা আতঙ্কে রয়েছে। হেয়ার রোডে পাঁচজন শিক্ষক কথা বলতে গিয়েছিলেন, তারাও নিরাপত্তার শঙ্কায় বেরিয়ে আসছেন।”
ছাত্র ও শিক্ষকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে উমামা বলেন, “আমি অত্যন্ত শঙ্কিত। আশা করি, সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সহিংসতার পথে না গিয়ে ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।”
এদিকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর বোতল নিক্ষেপের ঘটনায় নিন্দা জানিয়ে তিনি লেখেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রের গায়ে যেন একটি আঁচড়ও না লাগে। মাহফুজ আলম ভাইয়ের ওপর বোতল ছোঁড়ার ঘটনা খুবই দুঃখজনক – এর তীব্র নিন্দা জানাই। যারা জড়িত, তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। তবে ছাত্রদের আন্দোলন অত্যন্ত যৌক্তিক। আমি অনুরোধ করব, অভ্যুত্থানের নেতৃত্ব হিসেবে আপনারা তাদের দাবি মেনে নিন। সরকারে থাকাকালীন এ আন্দোলনে যেন কোনও সহিংসতা না হয় – এটাই কাম্য।”
এর আগে ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচির আওতায় তিন দফা দাবিতে বুধবার রাতে শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে অবস্থান নেয়। পরে পরিস্থিতি সামাল দিতে সেখানে উপস্থিত হন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। কিন্তু তিনি শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে পড়েন এবং অভিযোগ করেন, “একটি চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে আন্দোলনে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।” তবে এ বিষয়ে কারা জড়িত, তা প্রকাশ করেননি তিনি।
এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে উমামার পোস্ট দ্রুত ছড়িয়ে পড়ে এবং ছাত্র আন্দোলনের প্রতি সহমর্মিতা ও উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় বহুজনকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১৯ কোম্পানি
- বহুজাতিক কোম্পানির ‘এ’ ক্যাটাগরিতে প্রত্যাবর্তন
- এক কোম্পানির দাপটেই চাঙা শেয়ারবাজার
- শেয়ারবাজারের উত্থান কি টেকসই হবে? বিশ্লেষকরা যা বলছেন
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১২ কোম্পানি
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ২২ জুলাই : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা, এনসিপির সকল কার্যক্রম স্থগিত
- শেয়ারবাজারে চমক দেখাল দুই বহুজাতিক কোম্পানি
- সর্বোচ্চ চাহিদার শীর্ষে ৪ কোম্পানির শেয়ার
- চাহিদার তুঙ্গে ১০ কোম্পানির শেয়ার
- বিনিয়োগকারীদের আস্থায় বহুজাতিক তিন কোম্পানি
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন বৃত্তির সাক্ষাৎকার নিয়ে নতুন নির্দেশনা
- পাঁচ কোম্পানির শেয়ারে বেড়েছে বিদেশি বিনিয়োগ
- ৬ জায়গায় হবে ডাকসুর ভোটগ্রহণ