ঢাকা, শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর

২০২৫ মে ১০ ১২:০৭:১৩
বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর

ডুয়া ডেস্ক: মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মানবসম্পদ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে অবৈধ বিদেশি কর্মীদের বৈধতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসাথে কর্মীরা চাইলে তাদের নিয়োগপ্রাপ্ত প্রতিষ্ঠানও পরিবর্তন করতে পারবেন।

গত বৃহস্পতিবার (৮ মে) দেশটির স্বরাষ্ট্র ও মানবসম্পদ মন্ত্রণালয়ের যৌথ কমিটির বৈঠকে এই নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।

এই সিদ্ধান্তের ফলে মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ বাংলাদেশি কর্মীরা বৈধ হওয়ার সুযোগ পাবেন এবং চাকরির প্রতিষ্ঠান পরিবর্তনেরও অধিকার অর্জন করবেন।

বৈঠক শেষে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশিন জানান, এখন থেকে বিদেশি কর্মীদের দেশে ফেরত পাঠানোর সময় নিয়োগকর্তাদের উপস্থিত থাকা বাধ্যতামূলক। কোনো অবহেলার কারণে কর্মীরা ক্ষতিগ্রস্ত হলে সংশ্লিষ্ট নিয়োগকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং পরবর্তীতে কোটা আবেদনেও নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।

এছাড়াও বৈঠকে প্রায় ১০ লাখ নতুন বিদেশি কর্মী নিয়োগের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নিয়োগ প্রক্রিয়া কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি মালয়েশিয়া সরকার।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে