ঢাকা, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২
মামুনুর রশীদের বিরুদ্ধে হ’ত্যাচেষ্টা মামলা; আরণ্যকের বিবৃতি

ডুয়া ডেস্ক: নাট্যকার, নির্দেশক ও অভিনেতা মামুনুর রশীদের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করায় গভীর বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছে তার প্রতিষ্ঠিত নাট্যদল ‘আরণ্যক’।
এক বিবৃতিতে নাট্যদলটি এই ঘটনাকে সংস্কৃতি চর্চার বিরুদ্ধে একটি ষড়যন্ত্রমূলক পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছে। একই সঙ্গে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত ঢালাও মামলাগুলোতেও গভীর উদ্বেগ জানিয়েছে ‘আরণ্যক’ নাট্যদল।
এক বিবৃতিতে আরণ্যক বলেছে, ‘মামুনুর রশীদের মত একজন ব্যক্তি- যিনি সারাজীবন শোষণ, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে নিজেকে নিবেদিত রেখেছেন। তার যাবতীয় কর্মকাণ্ড মানবিকতার পক্ষে এবং সব রকমের শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে। তাকে এমন একটি মামলায় আসামি করা প্রকারান্তরে মানুষের প্রতি, দেশের প্রতি দায়বদ্ধ সংস্কৃতি চর্চার বিরুদ্ধে ষড়যন্ত্রের নামান্তর।’
জানা যায়, পুরান ঢাকার আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যাচেষ্টার অভিযোগে গত ২ মে অভিনেতা, সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, শিক্ষকসহ মোট ২০১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মামলার আসামিদের তালিকায় রয়েছেন দেশের ১৪ জন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী। তাদের মধ্যে আছেন মামুনুর রশীদ, চঞ্চল চৌধুরী, রিয়াজ, ফেরদৌস, আশনা হাবীব ভাবনা, সাজু খাদেম, জায়েদ খান, রোকেয়া প্রাচী, মেহের আফরোজ শাওন, অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, শামীমা তুষ্টি, শমী কায়সার এবং সোহানা সাবা।
বিবৃতিতে ‘আরণ্যক’ বলছে, ‘গত ৩০ এপ্রিল পত্রিকায় প্রকাশিত সংবাদ থেকে আমরা জানতে পেরেছি যে জুলাই-আগস্ট আন্দোলনকালে এক হত্যা প্রচেষ্টার অভিযোগে দুই শতাধিক ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় কয়েকজন শিল্পী ও গণমাধ্যম কর্মীকেও আসামি করা হয়েছে। আমরা হতবাক হয়েছি দেশবরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা মামুনুর রশীদকে ওই মামলায় আসামি করায়।’
গভীর উদ্বেগ প্রকাশ করে সংগঠনটি বলছে, ‘হত্যা প্রচেষ্টাসহ যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের যথাযথ বিচার চাই আমরা। শাস্তি চাই অপরাধীর।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘মামুনুর রশীদ তার জীবনে কখনোই রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্রীয় অপব্যবস্থা, দুঃশাসন এবং গণবিরোধী ভূমিকার সাথে আপস করেননি। এমন আপসহীন একজন ব্যক্তিকে একটি ঢালাও মামলায় আসামি করায় আমরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছি এবং এ ধরণের মামলার মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ সংস্কৃতিকর্মীদের হতোদ্যম এবং অপদস্ত করার হীন প্রচেষ্টার তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে যথাযথ তদন্তসাপেক্ষে মামুনুর রশীদসহ অন্যান্য শিল্পীদের এরকম ঢালাও মামলা থেকে অব্যাহতি দিয়ে শিল্পীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করার জন্য জোর দাবি জানাচ্ছি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির
- লাফার্জ হোলসিমের উচ্চ মুনাফার 'অ্যাগ্রিগেটস' ব্যবসা
- শেয়ারবাজারে সচেতনতা বাড়াতে এবার যুক্ত হচ্ছে মাঠ প্রশাসন
- লাফার্জহোলসিমের অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!