ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২
সংস্কারের রূপরেখা দিলো এনসিপি
ডুয়া ডেস্ক: রাষ্ট্রের মৌলিক সংস্কার নিয়ে একটি বিস্তারিত রূপরেখা জাতীয় ঐকমত্য কমিশনের কাছে পেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (৬ মে) জাতীয় সংসদের এলডি হলে অনুষ্ঠিত সংলাপে অংশ নিয়ে দলটির পক্ষ থেকে এই প্রস্তাবনা হস্তান্তর করা হয়। এর আগে ১৯ এপ্রিলও সংলাপে অংশ নিয়েছিল এনসিপি।
এ প্রসঙ্গে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, “আমরা যেটাকে মৌলিক সংস্কার বলছি তা নির্বাচনী ব্যবস্থা বা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে সংবিধান সংশোধনের মতো বিষয় নয়। বরং ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা এবং বিকেন্দ্রীকরণ—এই তিনটি বিষয়কেই আমরা মৌলিক সংস্কারের মূল স্তম্ভ হিসেবে দেখছি।”
তিনি আরও বলেন, “এই সংস্কার বাস্তবায়নের জন্য প্রয়োজন সাংবিধানিক ও রাষ্ট্রীয় কাঠামো থেকে স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিবাদী উপাদান অপসারণ। সাংবিধানিক পদে নিয়োগে দলীয়করণ পরিহার করে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া, বিচারব্যবস্থাকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে ন্যায়বিচারের প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করাসহ বহু বিষয়ে পরিবর্তন আনাই হলো আমাদের প্রস্তাবনার মূল কথা।”
আখতার হোসেন জানান, গত ৫৩ বছরে বাংলাদেশের শাসনব্যবস্থায় যে স্বৈরতান্ত্রিকতা ও ফ্যাসিবাদী ধারা ছিল, তার বিরুদ্ধেই গণমানুষের আন্দোলন হয়েছে। জুলাইয়ের ছাত্র অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ যেন সার্থক হয় সে লক্ষ্যেই এনসিপি মৌলিক সংস্কারের রূপরেখা দিয়েছে।
দলের প্রতিনিধি দলে আরও ছিলেন যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, জাভেদ রাসিন এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
সংলাপে সভাপতিত্ব করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। সঞ্চালনায় ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এছাড়া উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান এবং ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- বিএনপির মনোনয়নে শেয়ারবাজারে ঝড় তুলেছে তিন কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৪৪ কোম্পানির ইপিএস