ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২
শেয়ারবাজারের অস্থিরতা: কারসাজি চক্রের অপপ্রচারের শিকার বিনিয়োগকারীরা

ডুয়া নিউজ: দেশের শেয়ারবাজারে টানা দরপতনের পর সূচক কিছুটা ঘুরে দাঁড়ালেও বিনিয়োগকারীদের আস্থার সংকট এখনো কাটেনি। এই আস্থাহীনতা কাজে লাগিয়ে একটি সুবিধাবাদী চক্র গুজব ছড়িয়ে বাজারে কৃত্রিম অস্থিরতা তৈরির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
বিশ্লেষকদের মতে, এই চক্রটি মূলত ‘জুয়াড়ি’ পরিচয়ে পরিচিত, যারা বাজারে গুজব ছড়িয়ে নিজেদের স্বার্থে কারসাজি করে। সম্প্রতি তারা দাবি করছে, “বিএসইসি চেয়ারম্যান পদত্যাগ করতে যাচ্ছেন”—এমন গুজব বাজারে নতুন করে আতঙ্কের সৃষ্টি করেছে।
তবে বর্তমান বাজার কাঠামো আগের তুলনায় অনেক বেশি নিয়ন্ত্রিত ও পর্যবেক্ষণের আওতায়। ফলে সূচককে ইচ্ছেমতো ওঠানামা করানো এখন আর অতটা সহজ নয়। এই বাস্তবতায় কিছু চিহ্নিত গোষ্ঠী দুর্বল মৌলভিত্তির শেয়ারে কৃত্রিম সংকট তৈরি করে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, এসব গুজব মূলত বিএসইসি'র বর্তমান কমিশনের ওপর আস্থা নষ্ট করার কৌশল। অতীতে শিবলী কমিশনের ‘অরক্ষিত মতিঝিলে’ যেসব চক্র নির্বিঘ্নে কারসাজি করতে পারত, বর্তমান পরিস্থিতিতে তাদের সেই সুযোগ নেই। তাই তারা নানা অপপ্রচারে নেমেছে।
যদিও অনেকেই মনে করেন, বিএসইসি চেয়ারম্যান রাশেদ মাকসুদ কমিশনের শেয়ারবাজার বিষয়ে অভিজ্ঞতার ঘাটতি রয়েছে। তবে এখন পর্যন্ত তার বিরুদ্ধে দুর্নীতি বা অনিয়মের কোনো সুনির্দিষ্ট অভিযোগ উঠে আসেনি।
অভিজ্ঞ বিনিয়োগকারীরা মনে করছেন, একজন ব্যক্তির পরিবর্তনে বাজারের মৌলিক চিত্র বদলে যাবে—এমন ধারণা বিভ্রান্তিকর। শেয়ারবাজারের টেকসই উন্নয়নের জন্য দরকার শক্তিশালী নীতিমালা, স্বচ্ছতা এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর কার্যকর সমন্বয়। এগুলো বাস্তবায়ন করতে পারলেই বাজার ধীরে ধীরে ঘুরে দাঁড়াবে।
শুধু গুজব দমন নয়—প্রয়োজন তথ্যভিত্তিক বিনিয়োগ সংস্কৃতি গড়ে তোলা এবং গুজব ছড়ানো চক্রকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। সময় এসেছে এই ‘জুয়াড়ি’ গোষ্ঠীর বিরুদ্ধে একযোগে কার্যকর পদক্ষেপ নেওয়ার।
তবে রাশেদ মাকসুদ কমিশনকে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে হবে। পাশাপাশি বড় বিনিয়োগকারী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বাজারে ফেরার পরিবেশ তৈরি করতে হবে। প্রয়োজনে আসন্ন বাাজেটে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সুবিধার্থে জাতীয় রাজস্ব বোর্ডে প্রভাব বিস্তার করতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- শেয়ারবাজারে রেকর্ড: বছরের সর্বোচ্চ দামে ১৭ কোম্পানি
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- তিন শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- ব্যাখ্যা শুনতে ডাকা হচ্ছে শেয়ারবাজারের পাঁচ ব্যাংককে