ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

এলআর গ্লোবালের ৪৯ কোটি টাকা ফেরত আনার নির্দেশ বিএসইসির

২০২৫ জুলাই ১৬ ২০:১৭:৪০

এলআর গ্লোবালের ৪৯ কোটি টাকা ফেরত আনার নির্দেশ বিএসইসির

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অ-তালিকাভুক্ত অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম-এর শেয়ারে বিধিবহির্ভূতভাবে বিনিয়োগ করা এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট এর ৬ ফান্ডের ৪৯ কোটি টাকা সুদসহ ৩০ দিনের মধ্যে ফান্ডগুলোতে জমা প্রদানের নির্দেশ দিয়েছে। এই নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ৬০ কোটি টাকা জরিমানা আরোপের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিএসইসি’র ৯৬৩ তম কমিশন সভা ১৫ জুলাই, মঙ্গলবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। সভায় আলোচিত বিষয়টি নিয়ে বুধবার (১৬ জুলাই) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম এক সংবাদ বিজ্ঞপ্তি জারি করে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বিএসইসি জানিয়েছে, এলআর গ্লোবালের ৬টি ফান্ডের মধ্যে বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমের শেয়ার ক্রয়ে বিধিবহির্ভূতভাবে বিনিয়োগ করা হয়েছে। পাশাপাশি নির্ধারিত সময়সীমার মধ্যে ফান্ডগুলোতে অর্থ ফেরত আনতে ব্যর্থ হলে এলআর গ্লোবালের বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধে জরিমানা আরোপের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এলআর গ্লোবালের কর্মকর্তাদের মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তার রিয়াজ ইসলাম-কে ৫০ কোটি টাকা, পরিচালক ও ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল কমিটির সদস্য জর্জ স্টক সিপিএ-কে ৪ কোটি টাকা, হেড অব লিগ্যাল মনোয়ার হোসেন-কে ৪ কোটি টাকা, প্রধান অর্থ কর্মকর্তা রোনাল্ড মিকি-কে ১ কোটি টাকা এবং এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট-কে ১ কোটি টাকা জরিমানা আরোপ করা হবে।

এছাড়া, ফান্ডগুলোর বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার কারণে বিএসইসি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর ট্রাস্টি হিসেবে ভূমিকা ও দায়িত্ব নিরুপণের জন্য অনুসন্ধান চালানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএসইসি জানিয়েছে, অ-তালিকাভুক্ত শেয়ার বাজারে বিনিয়োগ করে আইন ভঙ্গ এবং এর ফলে বিনিয়োগকারীদের অর্থনৈতিক ক্ষতি হওয়ার কারণে এসব পদক্ষেপ নেয়া হয়েছে। বাজার সংশ্লিষ্টরা মনে কনে, শেয়ারবাজারে স্বচ্ছতা বজায় রাখতে এই ধরনের পদক্ষেপ জরুরি এবং এটি ভবিষ্যতে এমন কার্যকলাপের বিরুদ্ধে সতর্কবার্তা হিসেবে কাজ করবে।

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত