ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
এলআর গ্লোবালের ৪৯ কোটি টাকা ফেরত আনার নির্দেশ বিএসইসির

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অ-তালিকাভুক্ত অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম-এর শেয়ারে বিধিবহির্ভূতভাবে বিনিয়োগ করা এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট এর ৬ ফান্ডের ৪৯ কোটি টাকা সুদসহ ৩০ দিনের মধ্যে ফান্ডগুলোতে জমা প্রদানের নির্দেশ দিয়েছে। এই নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ৬০ কোটি টাকা জরিমানা আরোপের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিএসইসি’র ৯৬৩ তম কমিশন সভা ১৫ জুলাই, মঙ্গলবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। সভায় আলোচিত বিষয়টি নিয়ে বুধবার (১৬ জুলাই) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম এক সংবাদ বিজ্ঞপ্তি জারি করে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বিএসইসি জানিয়েছে, এলআর গ্লোবালের ৬টি ফান্ডের মধ্যে বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমের শেয়ার ক্রয়ে বিধিবহির্ভূতভাবে বিনিয়োগ করা হয়েছে। পাশাপাশি নির্ধারিত সময়সীমার মধ্যে ফান্ডগুলোতে অর্থ ফেরত আনতে ব্যর্থ হলে এলআর গ্লোবালের বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধে জরিমানা আরোপের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এলআর গ্লোবালের কর্মকর্তাদের মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তার রিয়াজ ইসলাম-কে ৫০ কোটি টাকা, পরিচালক ও ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল কমিটির সদস্য জর্জ স্টক সিপিএ-কে ৪ কোটি টাকা, হেড অব লিগ্যাল মনোয়ার হোসেন-কে ৪ কোটি টাকা, প্রধান অর্থ কর্মকর্তা রোনাল্ড মিকি-কে ১ কোটি টাকা এবং এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট-কে ১ কোটি টাকা জরিমানা আরোপ করা হবে।
এছাড়া, ফান্ডগুলোর বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার কারণে বিএসইসি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর ট্রাস্টি হিসেবে ভূমিকা ও দায়িত্ব নিরুপণের জন্য অনুসন্ধান চালানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিএসইসি জানিয়েছে, অ-তালিকাভুক্ত শেয়ার বাজারে বিনিয়োগ করে আইন ভঙ্গ এবং এর ফলে বিনিয়োগকারীদের অর্থনৈতিক ক্ষতি হওয়ার কারণে এসব পদক্ষেপ নেয়া হয়েছে। বাজার সংশ্লিষ্টরা মনে কনে, শেয়ারবাজারে স্বচ্ছতা বজায় রাখতে এই ধরনের পদক্ষেপ জরুরি এবং এটি ভবিষ্যতে এমন কার্যকলাপের বিরুদ্ধে সতর্কবার্তা হিসেবে কাজ করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- চলতি সপ্তাহে বেক্সিমকোর ফ্লোর প্রাইস ওঠার সম্ভাবনা
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যত গড়তে পাশে থাকবে ঢাবি অ্যালামনাই
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- ১৬ জুলাই সরকারি ছুটি কি-না? যা জানা যাচ্ছে
- ঢাবির জিয়া হলে ‘ক্যারিয়ার টক’ অনুষ্ঠিত
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- ডিভিডেন্ড পেয়েছে চার কোম্পানির বিনিয়োগকারীরা