ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২
তিন মাসের মধ্যে সূচক, ১০ মাসের মধ্যে লেনদেন নতুন উচ্চতায়

সপ্তাহের দ্বিতীয় কার্যদিসব বুধবার (১৬ জুলাই) আবারও ঘুরে দাঁড়িয়েছে দেশের শেয়ারবাজার। গত ৩ কার্যদিবসের মুনাফা তোলার চাপে কিছুট নিম্নমুখী থাকার পর আজ ইতিবাচক ধারায় ফিরেছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৪.৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১১৬.৬৯ পয়েন্টে, যা গত ৩ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে চলতি বছরের ১৬ এপ্রিল সূচক ছিল ৫ হাজার ১০৫.৬৮ পয়েন্ট। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৭৩৪ কোটি ৩৮ লাখ টাকা, যা গত সাড়ে ৯ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর ৭৯৬ কোটি ৯৩ লাখ টাকার।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীর্তে সূচক স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে, যা শেষ পর্যন্ত অব্যহত ছিল। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পাশাপাশি টাকার লেনদেন বেড়েছে। এছাড়া, লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ (১৬ জুলাই) সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৪.৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১১৬.৮৯ পয়েন্টে। আজ অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৯.৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১২.০৫ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ২৯.৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯২০.৭৬ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৬৭টির দর বেড়েছে, ৭৯টির দর কমেছে এবং ৫১টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ৭৩৪ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ১৫ জুলাই লেনদেন হয়েছিল ৬৫৩ কোটি ৬৯ লাখ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৮৮ কোটি ৬৯ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ৬ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৪ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২১৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৩৯টির, কমেছে ৪৪টির এবং পরিবর্তন হয়নি ৩৫টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৫.৮২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৯৭.৩৯ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৫.৮৯ পয়েন্ট কমেছিল।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- শেয়ারবাজার স্থিতিশীল রাখতে এক হাজার কোটি টাকা পাচ্ছে আইসিবি
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর