ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

তিন মাসের মধ্যে সূচক, ১০ মাসের মধ্যে লেনদেন নতুন উচ্চতায়

ডুয়া নিউজ- শেয়ারবাজার
২০২৫ জুলাই ১৬ ১৫:৩১:৫৩
তিন মাসের মধ্যে সূচক, ১০ মাসের মধ্যে লেনদেন নতুন উচ্চতায়

সপ্তাহের দ্বিতীয় কার্যদিসব বুধবার (১৬ জুলাই) আবারও ঘুরে দাঁড়িয়েছে দেশের শেয়ারবাজার। গত ৩ কার্যদিবসের মুনাফা তোলার চাপে কিছুট নিম্নমুখী থাকার পর আজ ইতিবাচক ধারায় ফিরেছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৪.৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১১৬.৬৯ পয়েন্টে, যা গত ৩ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে চলতি বছরের ১৬ এপ্রিল সূচক ছিল ৫ হাজার ১০৫.৬৮ পয়েন্ট। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৭৩৪ কোটি ৩৮ লাখ টাকা, যা গত সাড়ে ৯ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর ৭৯৬ কোটি ৯৩ লাখ টাকার।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীর্তে সূচক স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে, যা শেষ পর্যন্ত অব্যহত ছিল। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পাশাপাশি টাকার লেনদেন বেড়েছে। এছাড়া, লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ (১৬ জুলাই) সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৪.৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১১৬.৮৯ পয়েন্টে। আজ অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৯.৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১২.০৫ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ২৯.৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯২০.৭৬ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৬৭টির দর বেড়েছে, ৭৯টির দর কমেছে এবং ৫১টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ মোট ৭৩৪ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ১৫ জুলাই লেনদেন হয়েছিল ৬৫৩ কোটি ৬৯ লাখ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৮৮ কোটি ৬৯ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ৬ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৪ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ২১৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৩৯টির, কমেছে ৪৪টির এবং পরিবর্তন হয়নি ৩৫টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৫.৮২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৯৭.৩৯ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৫.৮৯ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত