ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
করিডোর নিয়ে যা জানালেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

ডুয়া ডেস্ক: মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যে জাতিসংঘের তত্ত্বাবধানে ত্রাণ পৌঁছাতে মানবিক করিডোর স্থাপন নিয়ে বাংলাদেশ সরকার এখনো কোনো চুক্তি স্বাক্ষর করেনি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান।
শনিবার (৪ মে) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) আয়োজিত "বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসন: আঞ্চলিক নিরাপত্তার উপর প্রভাব এবং ভবিষ্যৎ" শীর্ষক সেমিনারে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, “মানবিক করিডোর নিয়ে কেবল প্রাথমিক পর্যায়ের আলোচনা হয়েছে, কোনো আনুষ্ঠানিক চুক্তি নয়। এ নিয়ে কিছু প্রতিবেশী দেশের গণমাধ্যমে যে বাংলাদেশ আরাকানে আমেরিকার হয়ে প্রক্সি যুদ্ধ করছে— এমন বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, তা কখনোই গ্রহণযোগ্য নয়।”
ড. খলিলুর রহমান আরও বলেন, রোহিঙ্গাদের বাংলাদেশি নাগরিকত্ব দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যদি তা করা হয় তবে বাংলাদেশকে প্রতিবেশী দেশগুলোর জন্য ‘ডাম্পিং গ্রাউন্ডে’ পরিণত করা হবে।
সেমিনারে বক্তব্য রাখেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনও। তিনি বলেন, “নীতিগতভাবে আমরা মানবিক করিডোরের পক্ষে। কারণ এটি একটি হিউম্যানিটেরিয়ান প্যাসেজ। তবে আমাদের কিছু শর্ত রয়েছে, সেগুলো পূরণ হলেই আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে সহযোগিতা করতে পারি।”
তার এই বক্তব্যের পর করিডোর ইস্যুতে জনমত বিভক্ত হয়ে পড়ে। সামনে আসে নিরাপত্তা শঙ্কার বিষয়টি। বিষয়টি নিয়ে সরকার ভিন্নমতও জানায়। পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের দুই দিন পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব শফিকুল আলম জানান, সরকার এখনো জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে করিডোর নিয়ে আনুষ্ঠানিক আলোচনা করেনি এবং এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তও হয়নি। তবে জাতিসংঘের নেতৃত্বে রাখাইনে সহায়তা পৌঁছানোর উদ্যোগ নেওয়া হলে বাংলাদেশ লজিস্টিক সহায়তা দিতে প্রস্তুত আছে।
এদিকে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর মুখপাত্র বলেন, রাখাইনে মানবিক সহায়তা পৌঁছাতে হলে বাংলাদেশ এবং মিয়ানমার উভয় দেশের অনুমতি প্রয়োজন। তা না হলে জাতিসংঘের ভূমিকা সীমিত থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলতি সপ্তাহে বেক্সিমকোর ফ্লোর প্রাইস ওঠার সম্ভাবনা
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যত গড়তে পাশে থাকবে ঢাবি অ্যালামনাই
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- ঢাবির ২০১৮-১৯ সেশনের অছাত্ররা হতে পারবেন না ভোটার-প্রার্থী
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ১৬ জুলাই সরকারি ছুটি কি-না? যা জানা যাচ্ছে
- ডিভিডেন্ড পেয়েছে চার কোম্পানির বিনিয়োগকারীরা
- ঢাবির জিয়া হলে ‘ক্যারিয়ার টক’ অনুষ্ঠিত
- সর্বোচ্চ আগ্রহের তালিকায় ৪ খাতের শেয়ার