ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

'শুল্ক আরোপ নিয়ে মন্তব্য করে বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে চাই না'

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ১৬ ১৬:৫১:২৮
'শুল্ক আরোপ নিয়ে মন্তব্য করে বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে চাই না'

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ নিয়ে চলমান দরকষাকষি বিষয়ে কোনো মন্তব্য করে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করতে চান না অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার (১৬ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, "এ প্রসঙ্গে আসলে আমি কিছু বলতে চাই না। বলতে চাই না এ কারণে যে, নেগোসিয়েশন এখনো চলমান।" তিনি আরও বলেন, আলোচনা চলমান অবস্থায় কোনো মন্তব্য করে তিনি সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে চান না।

উল্লেখ্য, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা আগামী আগস্ট মাস থেকে কার্যকর হওয়ার কথা। এই সিদ্ধান্তের পর থেকেই বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কের হার কমানোর জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এর আগে জানিয়েছিলেন যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট বা গোপনীয়তার চুক্তি রয়েছে।

এই চুক্তির বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, "নন-ডিসক্লোজার চুক্তি হতেই পারে, এই তথ্যটা আমরা গোপন রাখব। এক্ষেত্রে কী হবে না হবে…আমি কিন্তু সব কিছু জানিও না। আমি এই সম্পর্কে কোনো কমেন্ট করতে চাই না। যেহেতু নেগোসিয়েশন চলছে, দেখি ফলাফল কী দাঁড়ায়।"

পররাষ্ট্র উপদেষ্টার এই মন্তব্যে স্পষ্ট যে, সরকার বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে দেখছে এবং আলোচনার ফলাফল চূড়ান্ত না হওয়া পর্যন্ত কোনো পক্ষই বিস্তারিত তথ্য প্রকাশ করতে আগ্রহী নয়। এর আগে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনও যুক্তরাষ্ট্র সফর শেষে আলোচনার বিষয়বস্তু প্রকাশে অপারগতা প্রকাশ করে জানিয়েছিলেন যে আলোচনা উৎসাহব্যঞ্জক হয়েছে।

এই শুল্ক আরোপের ফলে দেশের রপ্তানি বাণিজ্য, বিশেষ করে তৈরি পোশাক খাত বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে সরকারের প্রতিনিধিদল কয়েক দফায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করেছে এবং তৃতীয় দফা আলোচনার প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত