ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

এনসিপির গাড়িবহরে হামলা, রণক্ষেত্র গোপালগঞ্জ

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ১৬ ১৬:০৮:১৩
এনসিপির গাড়িবহরে হামলা, রণক্ষেত্র গোপালগঞ্জ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতাকর্মীরা ফিরে যাওয়ার সময় তাদের গাড়িবহরে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে হামলাকারীরা। একপর্যায়ে গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

ঘটনাটি ঘটে বুধবার (১৬ জুলাই) দুপুর ২টা ৪৫ মিনিটে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায়।

সরেজমিনে দেখা যায়, এনসিপির গাড়িবহর লক্ষ্য করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী রাবার বুলেট ও টিয়ারশেল ছোড়ে। সংঘর্ষ তীব্র আকার ধারণ করলে এনসিপির শীর্ষ নেতাদের নিরাপদে সরিয়ে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সংঘর্ষ চলাকালে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে এবং এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলমান ছিল।

এর আগে সকালেই গোপালগঞ্জ সদরের উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতেও হামলা চালানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর উপজেলার ইউএনও এম রকিবুল হাসান বলেন, “গান্ধিয়াশুর এলাকায় আমার গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সমর্থকরা। তাদের উদ্দেশ্য ছিল এনসিপির পদযাত্রা বানচাল করা।”

এ বিষয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী সাংবাদিকদের জানান, “এই হামলার পেছনে আওয়ামী লীগের নেতাকর্মীরাই জড়িত। তারা পরিকল্পিতভাবে আমাদের কর্মসূচিতে বাধা দিয়েছে।”

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত