ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

এনসিপির ওপর হামলা ৪টি বাস্তব সংকেত দিচ্ছে: আলী আহসান জুনায়েদ

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ১৬ ১৭:০৩:১৬
এনসিপির ওপর হামলা ৪টি বাস্তব সংকেত দিচ্ছে: আলী আহসান জুনায়েদ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলা চালিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এনসিপির ওপর হামলা ও নেতাকর্মীদের সর্বশেষ অবস্থা নিয়ে বুধবার (১৬ জুলাই) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ) আহ্বায়ক আলী আহসান জুনায়েদ।

পোস্টে তিনি লেখেন, “সারজিস, নাসিরের সাথে কথা হয়েছে। নাহিদ, হাসনাত ও আখতারকে ম্যাসেজ করেছি। হামলা চলছে। পরিস্থিতি খারাপ শুনলাম। এখনো সবাই নিরাপদ, কিন্তু এভাবে আর চলতে দেওয়া যায় না। এই হামলার বিহিত করতে হবে।”

বিপ্লবী সংস্কারে জোর দিয়ে তিনি লেখেন, “আমরা স্পষ্ট করে বলছি, রাষ্ট্রে বিপ্লবী সংস্কার ছাড়া সামনে এগোনোর কোনো পথ নেই।”

এই হামলা চারটি বাস্তব সংকেত দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। সংকেতগুলো হলো-১। পুলিশ সংস্কার হয়নি, তাই পুলিশ বসে থেকে হামলা দেখছে।২। লীগের বিচার শুরু হয়নি, তাই গোপালগঞ্জ এখনো ফ্যাসিবাদের ঘাঁটি।৩৷ ইন্টেরিম সরকার আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ।৪। সংস্কার বাদ দিয়ে রাজনীতি করার প্রতি বেশি আকর্ষণ থাকায় ৫ আগস্টের আগের পরিস্থিতিই বহাল আছে।

সবশেষ তিনি লেখেন, “গণ-অভ্যুত্থানকে রূপ দিতে হবে পূর্ণ বিপ্লবে। নতুন বাংলাদেশকে গড়ে তুলতে হবে আপামর ছাত্র-জনতার আত্মত্যাগের বিপ্লবী রঙে। আমরা থামছি না ইনশাআল্লাহ।”

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত