ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২
যানজট ও শব্দদূষণ নিয়ন্ত্রণের দাবিতে ঢাবি প্রক্টরকে শিক্ষার্থীদের স্মারকলিপি
.jpg)
ডুয়া নিউজ: ক্যাম্পাসে যানজট নিরসন, শব্দদূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশবান্ধব শিক্ষা-পরিবেশ নিশ্চিতকরণে পদক্ষেপ গ্রহণ এবং বিতর্কিত ট্রান্সজেন্ডার কোটা বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।
আজ রোববার (৪ মে) দুপুরে প্রক্টর অফিসে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমদকে এ স্মারকলিপি দেওয়া হয়। এসময় মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ, এবি যুবায়ের, নুসরাত জাহানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি শান্তিপূর্ণ, স্বাস্থ্যসম্মত, পরিবেশ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস প্রত্যাশা করি। কিন্তু সাম্প্রতিক সময়ে ক্যাম্পাস এলাকায় যাতায়াত ব্যবস্থা ও পরিবেশগত অব্যবস্থাপনা শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনযাত্রা ও শিক্ষাক্রমে ব্যাঘাত সৃষ্টি করছে।
স্মারকলিপিতে উল্লেখিত শিক্ষার্থীদের দাবিগুলো হলো- যানজট নিরসন, শব্দদূষণ নিয়ন্ত্রণ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ক্যাম্পাস এলাকায় শুধুমাত্র রেজিস্ট্রার্ড, নির্ধারিত, অধুমপায়ী রিকশার চলাচল নিশ্চিত করা; শিক্ষার্থীদের চলাচলে দুর্ভোগ লাঘব এবং পরিবেশ রক্ষায় একটি কার্বনমুক্ত, পরিবেশবান্ধব ও টেকসই শাটল সেবা চালু করা।
এতে শিক্ষার্থীরা আরও বলেন, পাশাপাশি আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে, কলা অনুষদের ভর্তি বিজ্ঞপ্তিতে কোটার অংশে বিতর্কিত ট্রান্সজেন্ডার কোটা আবারো পুনর্বহাল করা হয়েছে। আমরা মনে করি ট্রান্সজেন্ডারদের কোটা দেয়ার মাধ্যমে আমাদের দেশীয় সংস্কৃতি ও নীতি-নৈতিকতার পরিপন্থী এবং প্রকৃতি বিরোধী একটি কালচারকে প্রমোট করা হচ্ছে। তাই আমরা এই বিতর্কিত ট্রান্সজেন্ডার কোটা বাতিলের দাবি জানাচ্ছি। আমরা বিশ্বাস করি, উপরোক্ত দাবিসমূহ বাস্তবায়িত হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ আরও উন্নত ও শিক্ষার উপযোগী হবে। আপনার সদয় বিবেচনা ও দ্রুত পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানাচ্ছি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- শেয়ারবাজার স্থিতিশীল রাখতে এক হাজার কোটি টাকা পাচ্ছে আইসিবি
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি
- ১০ কোম্পানির কারণে ৩ মাস পেছনে গেল শেয়ারবাজার