ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

ডুয়া সবসময় ঢাবির প্রয়োজনে এগিয়ে আসবে: আমিনুর রহমান

২০২৫ মে ০২ ১৯:৫২:৫৫

ডুয়া সবসময় ঢাবির প্রয়োজনে এগিয়ে আসবে: আমিনুর রহমান

ঢাবি প্রতিনিধি : বিশ্ববিদ্যালয়ের গবেষণার ওপর গুরুত্বারোপ করে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া’র সিনিয়র সদস্য সৈয়দ আমিনুর রহমান (মাইকেল) বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণার গুরুত্ব অত্যন্ত ব্যাপক ও অপরিহার্য। এটি শিক্ষার মান উন্নত করার পাশাপাশি সমাজ, বিজ্ঞান, প্রযুক্তি ও অর্থনীতির অগ্রগতির জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করে।

তিনি ঢাবি অ্যালমনাই সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের পাশে থাকে বলে জানিয়েছেন। ভবিষ্যতেও শিক্ষার্থীদের প্রয়োজনে হাত বাড়িয়ে দিবে বলে মন্তব্য করেন ডুয়া’র এই সিনিয়র সদস্য।

শুক্রবার (২ মে) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে 'ডিইউ রিসার্চ অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড' প্রোগ্রামে অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমিনুর রহমান বলেন, “আমরা (ডুয়া) অতীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে আর্থিক সহযোগিতা করেছি। মেধাবী ৪৫০ জন শিক্ষার্থীকে মাসিক বৃত্তি প্রদান করছি। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সুবিধাবঞ্চিত ১০০ শিক্ষার্থীকে মাসে ৩ হাজার টাকা করে বৃত্তি দিচ্ছি।”

তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ডুয়া বিশেষ ভূমিকা রেখেছে। নীলক্ষেতস্থ মুক্তি ও গণতন্ত্র তোরণ নির্মাণ করে দিয়েছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন।”

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্র আধুনিকীকরণের জন্য ডুয়া উদ্যোগ গ্রহণ করে এবং বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সেটা পাসও করে। তবে অজ্ঞাত কারণে পরবর্তীতে ডুয়া সেটি করতে পারেনি।

আমিনুর রহমান বলেন, আমরা সামনে বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলগুলোতে স্যানিটাইজেশন (হাইজিনিক সেন্টার) ও নিরাপদ পানির সুবিধা নিশ্চিত করতে চাই। আমরা আশা রাখি ডুয়া সবসময় ঢাবির প্রয়োজনে এগিয়ে আসবে।

ভবিষ্যতেও শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমকে উৎসাহ প্রদান, গবেষণায় উৎকর্ষ সাধন এবং গবেষকদের অনুপ্রাণিত করার লক্ষ্যে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

প্রথম অধিবেশনে উচ্চশিক্ষায় বিনিয়োগ বিষয়ক মূলপ্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ-এর সভাপতিত্বে প্রথম অধিবেশনে বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান-এর সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশনে পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ প্রধান অতিথি এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. এ এফ সিরাজুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, ডেইলি নিউ এজ-এর সম্পাদক নূরুল কবিরসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ আলোচনায় অংশ নিবেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত