ঢাকা, রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
বিকেএমইএর নতুন সভাপতি হলেন মোহাম্মদ হাতেম

ডুয়া নিউজ: নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ নীটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)–এর নতুন সভাপতি হিসেবে মোহাম্মদ হাতেম এবং নির্বাহী সভাপতি হিসেবে ফজলে শামীম এহসান নির্বাচিত হয়েছেন।
রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দুজনই এ দায়িত্বে ছিলেন, এবার তাঁরা নির্বাচিত হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেয়েছেন। নির্বাচিত এ কমিটি আগামী দুই বছর বিকেএমইএর নেতৃত্ব দেবে।
বৃহস্পতিবার (১৫ মে) নারায়ণগঞ্জে বিকেএমইএর প্রধান কার্যালয়ে সংগঠনটির সভাপতি, নির্বাহী সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি ও ছয় সহসভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে এসব পদের বিপরীতে একই সংখ্যক প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। নির্বাচন বোর্ড যাচাই–বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করে।
এর আগে গত ১০ মে সংগঠনটির ৩৫ পরিচালক পদের জন্য ভোটগ্রহণ হয়। ওই নির্বাচনে মোহাম্মদ হাতেমের নেতৃত্বাধীন ‘প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স’ পূর্ণ প্যানেল বিজয়ী হয়। নির্বাচনে অংশ নেন ৩৮ জন প্রার্থী, যাদের মধ্যে মাত্র তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন হাতেমের প্যানেলের বাইরে থেকে।
মোহাম্মদ হাতেম ঢাকা ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন-ডুয়া'র কার্যকরী কমিটির অন্যতম সদস্য। তিনি এমবি নিট ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক এবং বিকেএমইএর প্রতিষ্ঠাকালীন সদস্য। ২০০২ সালে তিনি প্রথম সহসভাপতি নির্বাচিত হন। এরপর তিন মেয়াদে সহসভাপতি এবং দুই মেয়াদে নির্বাহী সভাপতির দায়িত্ব পালন করেন। গত বছরের ৫ আগস্ট সংগঠনের তৎকালীন সভাপতি সেলিম ওসমানের আত্মগোপনের পর হাতেম ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব নেন।
২০২৫–২০২৭ মেয়াদের জন্য নির্বাচিত বিকেএমইএর নতুন কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন অমল পোদ্দার এবং সহসভাপতি (অর্থ) হিসেবে নির্বাচিত হয়েছেন মোরশেদ সারোয়ার। অন্যান্য সহসভাপতিরা হলেন: মো. সামসুজ্জামান, গাওহার সিরাজ জামিল, আশিকুর রহমান, ফকির কামরুজ্জামান, মোহাম্মদ রাশেদ।
পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন: মনসুর আহমেদ, আহসান খান চৌধুরী, বেলায়েত হোসেন, ইমরান কাদের, খন্দকার সাইফুল ইসলাম, এম ইসফাক আহসান, আহমেদ নূর ফয়সাল, মো. আবদুল হান্নান, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মহসিন রাব্বানি, শাহরিয়ার সাইদ, মোহাম্মদ শামসুল আজম, আবদুল বারেক, মো. জামাল উদ্দিন মিয়া, নন্দ দুলাল সাহা, রতন কুমার সাহা, মো. মনিরুজ্জামান, মোহাম্মদ নজরুল ইসলাম, মো. ইয়াসিন, রাজীব চৌধুরী, ফৌজুল ইমরান খান, মোহাম্মদ সেলিম, মিনহাজুল হক, মামুনুর রশিদ, রাকিব সোবহান মিয়া এবং সালাহ উদ্দিন আহমেদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিও হিসাবে ৫ লাখ টাকা নগদ জমা ও উত্তোলনের কথা ভাবছে বিএসইসি
- সরকারি কোম্পানি শেয়ারবাজারে আনার উদ্যোগ, তালিকায় ২১ প্রতিষ্ঠান
- ডিএসইর ব্রোকারেজ হাউজের নিবন্ধন বাতিল করল বিএসইসি
- বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ নিয়ে মুখ খুললেন অর্থ উপদেষ্টা
- ‘এলাম পরামর্শ নিতে, পেলাম পদত্যাগের বার্তা’- বিএসইসি চেয়ারম্যানের ক্ষোভ
- মিউচ্যুয়াল ফান্ড ও পাবলিক রুলস ইস্যুতে টাস্কফোর্সের চূড়ান্ত সুপারিশ
- দশ হাজার কোটি ঋণের বোঝায় আইসিবি, প্রস্তাব বিশেষ তহবিলের
- দুর্বল ৬ শেয়ারে বিনিয়োগকারীদের হতাশা আরও বেড়েছে
- ‘সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রস্তাব প্রত্যাখ্যান
- শেয়ারবাজারের ৯ ব্যাংক এমডিবিহীন, নেতৃত্ব সংকট তীব্র
- ঢাকা অচলের ঘোষণা
- তিন কোম্পানির বোনাস ডিভিডেন্ডে বিএসইসির সম্মতি
- লোকসান থেকে মুনাফায় বস্ত্র খাতের চার কোম্পানি
- নানামুখী চেষ্টার পরও ভেঙে পড়ছে দেশের শেয়ারবাজার
- শেয়ারবাজারে ৬১৭টি বিও হিসাব স্থগিত