ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২
‘কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নিয়ে আসা’
 
                                    বাংলাদেশ ব্যাংকের প্রধান লক্ষ্য মূল্যস্ফীতি কমিয়ে আনা বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এই জন্য বেসরকারি খাতের পাশাপাশি জিডিপি প্রবৃদ্ধি অর্জনের দিকে আপাতত নজর দিচ্ছে না।
কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণও আর্থিক খাতের স্থিতিশীলতা নিয়ে আসা এবং সেটা করা হচ্ছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে চলতি অর্থবছরের প্রথমার্ধের জন্য এ মুদ্রানীতি ঘোষণা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান, দেশের মূল্যস্ফীতি ধীরে ধীরে কমছে, তবে তা এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। আমাদের লক্ষ্য মূল্যস্ফীতিকে ৩ থেকে ৫ শতাংশের মধ্যে নামিয়ে আনা। ইতিমধ্যে এটি কমে গত জুনে ৮.৪৮ শতাংশে নেমে এসেছে। বিনিময় হার স্থিতিশীল থাকা এবং উৎপাদন ভালো হওয়ায় মূল্যস্ফীতি হ্রাস পাচ্ছে। চাল ছাড়া অন্যান্য অধিকাংশ পণ্যের দাম এখন স্থিতিশীল।
চাল আমদানির অর্থ নিয়ে কোনো সমস্যা হবে না বলেও আশ্বস্ত করেন তিনি। আমরা অর্থ দিতে পারব, সরকার আরও চাল আমদানির বিষয়ে পরামর্শ দিয়েছে।
নতুন মুদ্রানীতিতে কেন্দ্রীয় ব্যাংক রেপো সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রেখেছে। এই হারে ব্যাংকগুলো সরকারি সিকিউরিটিজ জামানত রেখে স্বল্পমেয়াদি ঋণ নেয়। পাশাপাশি, আন্তঃব্যাংক ঋণের জন্য স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (SLF) সুদহার ১১.৫০ শতাংশ এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (SDF) সুদহার ৮ শতাংশ অপরিবর্তিত রাখা হয়েছে।
চলতি অর্থবছরের জন্য সরকার গড় মূল্যস্ফীতি ৬.৫০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে। একই সঙ্গে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫.৫০ শতাংশ।
আহসান এইচ মনসুর বলেন, এখন যে ৪ শতাংশ প্রবৃদ্ধি হচ্ছে, এটা যথেষ্ট। এর মধ্যে কোনো ভেজাল নেই। আগামী বছর সাড়ে ৫ থেকে ৬ শতাংশ প্রবৃদ্ধি হবে। এ জন্য রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন।
অনুষ্ঠানে আরও জানানো হয়, মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে নামলে তবেই নীতি সুদহার কমানোর সিদ্ধান্ত নেওয়া হবে। নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ডিসেম্বরের মধ্যে ৭ দশমিক ২ শতাংশ এবং আগামী জুন নাগাদ ৮ শতাংশ। আগের মুদ্রানীতিতে গত জুনে এই লক্ষ্যমাত্রা ছিল ৯ দশমিক ৮ শতাংশ, তবে অর্জন হয়েছে ৬ দশমিক ৪ শতাংশ।
মুদ্রানীতির বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এজাজুল ইসলাম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি
 
                         
                    -300x200.jpg) 
             
            -300x200.jpg) 
             
             
            -300x200.jpg) 
             
             
            -300x200.jpg) 
            -100x66.jpg) 
                    -100x66.jpg) 
                    