ঢাকা, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে হবে: জুলাই ঐক্য

২০২৫ মে ২৫ ১৯:০৫:২৫

জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে হবে: জুলাই ঐক্য

‘জুলাই ঐক্য’ এর নেতারা বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মনে রাখতে হবে শহীদ এবং আহতদের রক্তের ওপর আপনারা দাঁড়িয়েছেন। সুতরাং বাংলাদেশ রাষ্ট্রে জুলাইয়ে শহীদ এবং আহত জুলাই যোদ্ধাদের আকাঙ্খার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে হবে।

আজ রোববার (২৫ মে) বিকালে রাজধানীর শাহবাগ জুলাইয়ের সকল শক্তিকে ঐক্যবদ্ধ করে ভারতীয় ষড়যন্ত্র রুখে দিতে গণ-অভ্যুত্থানের স্প্রিট ধারণকরা ঐক্যবদ্ধ প্লাটফর্ম জুলাই ঐক্যের প্রতিবাদ সমাবেশে তারা এসব কথা বলেন।

এসময় ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, জুলাই ঘোষণাপত্র এ জাতির মুক্তির আকাঙ্ক্ষার সনদ হবে। তাই জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। আমরা জুলাইয়ের শহীদ ও আহতদের রাষ্ট্রীয় মর্যাদা দেখতে চাই এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তার গ্যারান্টি চাই।

এছাড়া তিনি বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও হাসিনার হুমকির বিপরীতে সরকারের কার্যকর পদক্ষেপ চান তারা।

তিনি বলেন, ৫ আগস্টের মধ্য দিয়ে জুলাই যোদ্ধারা দিল্লির আধিপত্যবাদকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এখন এ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্লোগান হয়ে দাঁড়িয়েছে, “দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা”। বাংলাদেশের মানুষ দাসত্বের জীবনকে প্রত্যাখ্যান করে স্বাধীন ভাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ফ্যাসিবাদের কোনো ছাঁয়া যদি আর দেখা যায়, জুলাই যোদ্ধারা আবারও জীবন দিতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ।

প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাবি শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবু সাদিক কায়েম বলেন, গত ১৬ বছর ধরে খুনি হাসিনা ও তার দেসররা ভারতের প্রেসক্রিপশনের মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থা, বিচার বিভাগ, দেশীয় সংস্কৃতি ও সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। জামায়াতে ইসলামীর নেতা থেকে শুরু করে শাপলা চত্বরে গণহত্যা চালিয়ে কওমি আলেমদের হত্যা করেছে। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।

তিনি বলেন, জুলাইয়ে পরে আমাদের আকাঙ্খা ছিল একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মান করা। কিন্তু জুলাইয়ে কিছু ঠিকাদারা সেই সম্ভাবনাকে নষ্ট করেছে। জুলাইয়ে যাত্রাবাড়ী রামপুরা, বাড্ডায় শহরের মধ্যবিত্ত শ্রেণি, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কওমি ও আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা লড়াই করে প্রাণ দিয়েছিল। জুলাইয়ে কিছু ঠিকাদার আমাদের আলেম ওলামাদেরকে এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাইদেরকে বঞ্চিত করেছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত