ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২
মুহসিন হল এলামনাই এসোসিয়েশন আহ্বায়ক কমিটির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডুয়া ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী হাজী মুহম্মদ মুহসিন হলে মুহসিন হল এলামনাই এসোসিয়েশন আহ্বায়ক কমিটি, হল কর্তৃপক্ষ এবং আবাসিক ছাত্রদের অংশগ্রহণে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আহ্বায়ক কমিটির পক্ষ থেকে সভায় নেতৃত্ব দেন কমিটির আহ্বায়ক জনাব সাঈদ সোহরাব এবং সদস্য সচিব শেখ নাসিম। সভায় সভাপতিত্ব করেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. সিরাজুল ইসলাম । তিনি হলের সার্বিক অবস্থা, চ্যালেঞ্জ ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে আহ্বায়ক সাঈদ সোহরাব বলেন, “আমরা মুহসিন হল এলামনাই এসোসিয়েশনকে একটি অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে সকল প্রাক্তন শিক্ষার্থী সম্মান ও দায়বদ্ধতার সাথে যুক্ত থাকতে পারেন।”
সভার সঞ্চালনা করেন সদস্য সচিব শেখ নাসিম। এছাড়াও বক্তব্য দেন ডক্টর মো শরীফুল ইসলাম দুলু, নুরুল ইসলাম , হাবিবুর রহমান, নাহিন, আজমল পাইলট এবং প্রফেসর ডক্টর এবিএম শহীদুল ইসলাম প্রমুখ। ছাত্রদের পক্ষে স্কিল ডেভেলপমেন্ট, রিডিংরুমের উন্নয়ন ইত্যাদি বিষয় দাবি করা হয় এবং উপস্থিত এলামনাই তা আগ্রহের সাথে গ্রহণ করেন। সভা শেষে এলামনাই সদস্যবৃন্দ হলের বিভিন্ন অবকাঠামো ও স্থাপনাসমূহ পরিদর্শন করেন। পরবর্তীতে ছাত্রদের কল্যাণে আশু ও দীর্ঘমেয়াদি করণীয় বিষয়ে একটি পর্যালোচনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় একটি অগ্রাধিকার ভিত্তিক উন্নয়ন তালিকা প্রণয়নের জন্য প্রভোস্ট মহোদয়কে আহ্বায়ক করে একটি সাব-কমিটি গঠন করা হয়। এলামনাই এসোসিয়েশন প্রাথমিকভাবে ১০টি আবাসিক কক্ষ সংস্কার করবে এবং পর্যায়ক্রমে আরও ১০০টি রুম সংস্কারের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সদস্য সচিব শেখ নাসিম জানান আগামী ১৬ মে ২০২৫ তারিখ সকাল ১০টায় কাজের আনুষ্ঠানিক উদ্ভোধন করা হবে।
এছাড়াও অন্যান্য অবকাঠামো উন্নয়ন এবং প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দাতাদের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- শেয়ারবাজারে রেকর্ড: বছরের সর্বোচ্চ দামে ১৭ কোম্পানি
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- তিন শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- ব্যাখ্যা শুনতে ডাকা হচ্ছে শেয়ারবাজারের পাঁচ ব্যাংককে