ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
ঢাবির সাবেক শিক্ষার্থী কামাল হোসেনের মৃত্যুতে স্মরণসভা
ডুয়া ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ কামাল হোসেন বুলবুলের মৃত্যুতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১১ মে) ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ফ্লোরে গান পরিবেশনের মাধ্যমে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কামাল হোসেনের পরিবার, বন্ধু-বান্ধব ও আত্মীয় স্বজনের বিভিন্ন স্মৃতিচারণামূলক বক্তব্য দেন।

প্রসঙ্গত, কামাল হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগ থেকে ১৯৯৭ সালে স্নাতক পর্যায়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। উচ্চশিক্ষার জন্য তিনি পাড়ি জমান জাপানে। সেখানে হিতোৎসুবাশি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অব ইকোনমিক্স থেকে ২০০৮ সালে আন্তর্জাতিক উন্নয়ন নীতিতে মাস্টার্স করেন।
তিনি ১৯৭৪ সালের ১৫ই মার্চ, ঢাকার ধানমণ্ডির মেহেরুন্নেসা ক্লিনিকে জন্মগ্রহণ এবং ২০২৫ সালের ১৯ এপ্রিল মৃত্যুবরণ করেন।

কামাল হোসেন অ্যাকশনএইড বাংলাদেশ-এ ম্যানেজার হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর বিএন্ডডব্লিউএলএ, কমিউনিকায় এবং নেপালের রিজিওনাল অফিসসহ একাধিক জাতীয় ও আন্তর্জাতিক সংস্থায় তিনি কাজ করেছেন। দুই দশকের বেশি সময় তিনি ছিলেন একজন খ্যাতিমান উন্নয়ন পরামর্শক।
তাঁর কাজের ক্ষেত্রজুড়ে ছিল- অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ, এইচআইভি/এইডস ও প্রজনন স্বাস্থ্য সচেতনতা, ত্রাণ ও পুষ্টি নিরাপত্তা, নারী ও শিশুর অধিকার, লিঙ্গ সমতা, নীতিনির্ধারণী গবেষণা ও সম্প্রদায়ভিত্তিক সমাধান প্রভৃতি।

ব্যক্তিজীবনে কামাল হোসেন ২০০৮ সালের ২৫ ডিসেম্বর ফারজানা সুলতানার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি দুই কন্যা সন্তান- মৃত্তিকা (১৪) ও শৈলজাকে (৫) রেখে স্রষ্টার সান্নিধ্যে পাড়ি জমান।
কামাল হোসেন বুলবুল সম্পর্কে তাঁর বন্ধুরা বলেন, বুলবুল ছিলেন এমন একজন মানুষ, যিনি আশপাশের সবার কাছে হয়ে উঠেছিলেন আস্থার প্রতীক। তাঁর হাসিমাখা মুখ, সমস্যা মোকাবেলায় সংবেদনশীল দূরদৃষ্টি, এবং ন্যায়ের প্রতি দৃঢ় বিশ্বাস আমাদের সবার মনকে আজও স্পর্শ করে চলে। তিনি ছিলেন প্রেরণার উৎস, নির্ভরতার প্রতিমূর্তি, এক অনুপম সহযাত্রী।
.jpeg)
তারা আরও বলেন, মোহাম্মদ কামাল হোসেন বুলবুল আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন, কিন্তু তাঁর আদর্শ, মানবিকতা, আর ভালোবাসা—এসব আমাদের অন্তরে গেঁথে থাকবে চিরকাল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)