ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২
ইউরোপ-যুক্তরাজ্যে রপ্তানিতে প্রস্তুত সিলেট, চালু হচ্ছে কার্গো ফ্লাইট
ডুয়া ডেস্ক : সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবশেষে চালু হচ্ছে কার্গো ফ্লাইট। আগামী রোববার (২৮ এপ্রিল) থেকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাজ্যে পণ্য রপ্তানি শুরু হবে এখান থেকে। এতে সিলেট অঞ্চলের ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার খুলছে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা।
২০২২ সালে নির্মিত হলেও ইউরোপের নির্ধারিত প্যাকেজিং ব্যবস্থার অভাবে এতদিন ব্যবহার করা যায়নি অত্যাধুনিক এ কার্গো টার্মিনালটি। অবশেষে সেই বাধা কাটিয়ে শুরু হচ্ছে রপ্তানি কার্যক্রম। ফলে কৃষিপণ্য, হিমায়িত খাদ্য, ফুল, হস্তশিল্প, চামড়াজাত পণ্যসহ নানা সামগ্রী এখন সিলেট থেকেই সরাসরি আন্তর্জাতিক বাজারে পাঠানো সম্ভব হবে।
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মজিবুর রহমান বলেন, ‘এটা সিলেটবাসীর জন্য অনেক বড় এক অর্জন। চেম্বার দীর্ঘদিন ধরে এ দাবিতে কাজ করে এসেছে। আমরা সরকারকে বিষয়টি বারবার জানিয়েছি এবং অবশেষে সফল হলাম।’
শুরুতেই স্পেনে যাবে ৬০ মেট্রিক টন গার্মেন্টস পণ্য। কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট সুব্রত ধর চৌধুরী পার্থ জানান, শুধু স্পেন নয়, ভবিষ্যতে নেদারল্যান্ডস, জার্মানি ও অন্যান্য দেশেও পণ্য পাঠানো যাবে এখান থেকে।
তবে এখনও কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। বিশেষ করে, প্যাকেজিং হাউস ও সার্টিফিকেশন ল্যাব না থাকায় খাদ্য ও কৃষিপণ্য রপ্তানিতে জটিলতা দেখা দিতে পারে।
সিলেট মেট্রোপলিটন চেম্বারের জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুল জব্বার জলিল বলেন, ‘সরকারের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তবে দ্রুত একটি আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাব ও প্যাকেজিং সিস্টেম চালু করা জরুরি।’
এরই মধ্যে ওসমানী বিমানবন্দরে নির্মিত হয়েছে আন্তর্জাতিক মানের কার্গো ওয়্যারহাউজ। পাশাপাশি নিয়োগ দেওয়া হয়েছে দক্ষ জনবল, স্থাপন করা হয়েছে অত্যাধুনিক নিরাপত্তা যন্ত্রপাতি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি
- এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ