ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২
রাশিয়ায় চাকরির প্রলোভনে যুদ্ধে, প্রাণ হারালেন আশুগঞ্জের যুবক
ডুয়া ডেস্ক: রাশিয়ায় ভালো কাজের আশায় পাড়ি জমিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার মোহাম্মদ আকরাম হোসেন (২৫)। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে দালালের প্রলোভনে পড়ে রুশ সেনাবাহিনীতে যোগ দিয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেন তিনি। শেষ পর্যন্ত ইউক্রেনের মিসাইল হামলায় প্রাণ হারান এই তরুণ। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
বাড়ি উপজেলার লালপুর হোসেনপুর গ্রামে। দিনমজুর বাবা মোরশেদ মিয়ার সংসারের হাল ধরতে আকরাম ওয়েল্ডিংয়ের কাজ শিখে প্রায় ১১ মাস আগে রাশিয়ায় যান আত্মীয়স্বজনের সহায়তায়। সেখানে একটি চায়না কোম্পানিতে প্রায় আট মাস কাজ করেন ওয়েল্ডার হিসেবে। যদিও বেতন খুব একটা ভালো ছিল না। তবে তার পাঠানো টাকায় খানিকটা স্বস্তি ফিরে আসে পরিবারে।
কিন্তু দালালদের মিথ্যা আশ্বাসে আকৃষ্ট হয়ে আড়াই মাস আগে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে রুশ বাহিনীতে যোগ দেন আকরাম। চুক্তির শর্ত ছিল ইউক্রেন যুদ্ধে সম্মুখসারিতে অংশগ্রহণ। পরিবারের আপত্তি সত্ত্বেও আকরাম জানিয়ে দেন, ফিরে আসার আর কোনো উপায় নেই। তিনি বাবা মোরশেদ মিয়াকে জানিয়েছিলেন, তার রাশিয়ার ব্যাংক একাউন্টে ৪ লাখ টাকার মতো সঞ্চয় হয়েছে।
আকরামের মা মোবিনা বেগম জানান, যুদ্ধকালীন সময়ে ছেলের সঙ্গে নিয়মিত যোগাযোগ হতো। কিন্তু ১৩ এপ্রিলের পর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের উদ্বেগ বাড়তে থাকে। অবশেষে ১৮ এপ্রিল আকরামের এক সহযোদ্ধা ফোনে জানায় ইউক্রেন বাহিনীর মিসাইল হামলায় আকরামসহ কয়েকজন যোদ্ধা নিহত হয়েছেন।
ছেলের মৃত্যুর খবর শুনে ভেঙে পড়েছেন মা মোবিনা বেগম। বারবার মূর্ছা যাচ্ছেন। শোকে কাতর পরিবারের অন্য সদস্যরাও।
আকরামের মরদেহ দেশে ফিরিয়ে আনতে এবং ক্ষতিপূরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন পরিবার। আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া জানান, বিষয়টি তাদের নজরে এসেছে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে সাফকো স্পিনিং
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ