ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২
খুবির ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছে যতজন
ডুয়া ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) শুরু হয়েছে। এবারের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে খুলনার পাশাপাশি ঢাকা ও রাজশাহীতেও, যা এই প্রথম।
চলতি বছরে মোট ১ লাখ ৭ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী ১ হাজার ১০৯টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে গড়ে প্রতি আসনের জন্য প্রতিযোগিতা করছেন প্রায় ৯৭ জন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘গ’ ইউনিটের (কলা ও মানবিক, সমাজবিজ্ঞান, আইন, শিক্ষা ও চারুকলা স্কুল) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এরপর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত চারুকলা বিভাগের অঙ্কন পরীক্ষা নেয়া হবে।
একই দিনে ‘ঘ’ ইউনিটের (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল) ভর্তি পরীক্ষা শুরু হবে দুপুর আড়াইটা থেকে এবং শেষ হবে বিকেল সাড়ে ৪টায়।
এবার খুলনা বিশ্ববিদ্যালয় ও সংলগ্ন ৬টি কেন্দ্রে মোট ১৪ হাজার ৪৮০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। ঢাকায় বুয়েট কেন্দ্রে অংশ নিচ্ছেন ১২ হাজার ১০৪ জন এবং রাজশাহীর রুয়েট কেন্দ্রে পরীক্ষায় বসছেন ৭ হাজার ৮৫৫ জন।
আগামীকাল শুক্রবার (১৮ এপ্রিল) সকালে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘খ’ ইউনিটের (লাইফ সায়েন্স স্কুল) পরীক্ষা অনুষ্ঠিত হবে। খুলনায় ৭ হাজার ৮৭৪ জন, ঢাকায় ১৩ হাজার ৬৮৪ জন এবং রাজশাহীতে ৬ হাজার ৩৮৯ জন পরীক্ষার্থী অংশ নেবেন।
একই দিনে বিকেলে ‘ক’ ইউনিটের (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি স্কুল) ভর্তি পরীক্ষা বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চলবে। পরে বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত স্থাপত্য বিভাগের অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘ক’ ইউনিটে খুলনায় ১১ হাজার ১৫৬ জন, ঢাকায় ২১ হাজার ৫৬০ জন এবং রাজশাহীতে ৮ হাজার ৪৬৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম জানান, এবার খুবি গুচ্ছ পদ্ধতির বাইরে গিয়ে নিজস্বভাবে ভর্তি পরীক্ষা আয়োজন করছে। তিনটি শহরে একযোগে পরীক্ষা গ্রহণের ফলে শিক্ষার্থীদের জন্য ভর্তিচক্র আরও সহজ হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রুয়েট কর্তৃপক্ষকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, “তাদের আন্তরিক সহযোগিতাই এবারের ভর্তি পরীক্ষাকে আরও মানসম্মত করতে সহায়ক হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়
- ইপিএস প্রকাশ করেছে বিএটিবিসি
- আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন-কোথায়, দেখুন সময়সূচি