ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২
প্লাস্টিক দূষণ রোধে ঢাবিতে দু'দিনব্যাপী কর্মশালা
.jpg)
ঢাবি প্রতিনিধি: পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ার লক্ষ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হতে যাচ্ছে দুইদিনব্যাপী ‘গ্রিন ক্যাম্পাস কর্মশালা ও পরিচ্ছন্নতা কার্যক্রম’। চলবে আগামী ১৫ ও ১৯ এপ্রিল।
রবিবার (১৩ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মো. মামুন আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক রেদোয়ান আহমেদ এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক আল মুজাদ্দেদী আলফেছানী।
সংবাদ সম্মেলনে প্রোভিসি ড. মামুন আহমেদ জানান, জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা (UNIDO)-এর কারিগরি সহায়তায় এবং পরিবেশ অধিদপ্তর (DoE)-এর বাস্তবায়নে ‘টেকসই প্লাস্টিক ব্যবহার ও জলজ দূষণ প্রতিরোধ’ শীর্ষক একটি সমন্বিত প্রকল্প বর্তমানে চালু রয়েছে। এই প্রকল্পে আর্থিক সহায়তা করছে বাংলাদেশস্থ নরওয়েজীয় দূতাবাস (Royal Norwegian Embassy in Dhaka)।
এই প্রকল্পের অন্যতম অংশ হিসেবে আগামী ১৫ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও মেডিকেল কলেজের হল থেকে গঠিত ১৫–২৫ সদস্যের প্রায় ৩৫০ জন শিক্ষার্থী অংশ নেবেন একদিনব্যাপী কর্মশালায়। সেখানে শিক্ষার্থীরা শিখবেন কীভাবে প্লাস্টিক বর্জ্য হ্রাস এবং পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা রাখা যায়।
এরই ধারাবাহিকতায় ১৯ এপ্রিল সরাসরি মাঠপর্যায়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। শিক্ষার্থীরা তাদের নিজ নিজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেবেন।
কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ সার্টিফিকেট প্রদান করা হবে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ নিয়ে সচেতনতা বাড়াবে এবং দীর্ঘমেয়াদে টেকসই পরিচ্ছন্ন ক্যাম্পাস গঠনে সহায়ক হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশে বনাম হংকং, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ বাংলাদেশ বনাম হংকং ফুটবল ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে লাইভ দেখবেন
- বাংলাদেশে বনাম আফগানিস্তান,খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বিশ্বের সবচেয়ে দুর্বল শেয়ারবাজারের খেতাব পেল বাংলাদেশ!
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- শেয়ারবাজারে সাড়ে ৬ হাজার কোটি টাকার নতুন তদন্তে বিএসইসি
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- বিনিয়োগকারীদের স্বস্তি ফেরাবে বিএসইসি’র নতুন নিয়ম
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- সরকারের বড় পদক্ষেপ: বন্ধ হচ্ছে ৯ লিজিং কোম্পানি
- মার্জারের দুই ব্যাংকে ফেঁসে গেল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও