ঢাকা, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২
মার্চ ফর গাজা কর্মসূচি : সোহরাওয়ার্দীতে সকাল থেকেই মানুষের ঢল
ডুয়া ডেস্ক: ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে আজ শনিবার ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে "মার্চ ফর গাজা" কর্মসূচি। বিকেল ৩টায় মূল অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল আসতে শুরু করেছে উদ্যানে। শাহবাগ, দোয়েল চত্বর ও নীলক্ষেতসহ বিভিন্ন দিক থেকে ছোট-বড় মিছিল এসে জমায়েত হচ্ছে।
প্রতিটি মিছিলে অংশগ্রহণকারীদের হাতে দেখা গেছে বাংলাদেশের পাশাপাশি ফিলিস্তিনের পতাকা। সবার কণ্ঠে একটাই বার্তা—গাজার নিরস্ত্র জনগণের পাশে থাকা, আন্তর্জাতিক জনমত গঠন, এবং মানবিক মূল্যবোধের পক্ষে সোচ্চার হওয়া।
সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিটি গেট এবং আশপাশের সড়ক ছিল উপচে পড়া মানুষের ভিড়ে পূর্ণ। আয়োজকরা জানান, বিকেল ৩টা থেকে মাগরিবের আগ পর্যন্ত চলবে এই কর্মসূচি। এর মূল উদ্দেশ্য—ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান জানিয়ে বিশ্ববাসীর বিবেক জাগ্রত করা।
উত্তরা থেকে আটজন বন্ধু মিলে অংশ নিতে আসা তৌহিদুল ইসলাম জানান, “ফিলিস্তিনে যে নির্মমতা চলছে, আমরা হয়তো সরাসরি কিছু করতে পারছি না। কিন্তু অন্তত এই কর্মসূচির মাধ্যমে তাদের পাশে থাকার বার্তা দিতে চাই।”
সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি সংলগ্ন গেটের সামনে ফিলিস্তিনের পতাকা বিক্রি করতে আসা নাজমুল হোসাইন বলেন, “শুধু ব্যবসা করতে না, মুসলমানদের প্রতি নির্যাতনের বিরুদ্ধে নিজের অবস্থান জানাতেই এখানে এসেছি। সকাল থেকেই মানুষের ঢল দেখছি।”
বিশ্বজুড়ে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে চলমান বিক্ষোভের অংশ হিসেবে বাংলাদেশেও “প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ”-এর ব্যানারে আয়োজন করা হয়েছে এই কর্মসূচি।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচিতে অংশ নিচ্ছেন বিভিন্ন ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক এবং ক্রীড়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিশিষ্ট ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী, জনপ্রিয় খেলোয়াড়, মিডিয়া ব্যক্তিত্ব ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও এই আয়োজনে সরব সমর্থন জানিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- ২১ দাবিতে নতুন বেতন কাঠামোর প্রস্তাব, সর্বনিম্ন ৩৫ হাজার
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- লাফার্জহোলসিমের অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারের তালিকায় যুক্ত হলো আরও এক বন্ধ কোম্পানি
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির