ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২
শিগগিরই নতুন জ্বালানি নীতি, হবে গ্যাস, বিদ্যুৎ সমস্যার সমাধান
ডুয়া ডেস্ক: বিদ্যুৎ, গ্যাস, পানি এবং পুঁজির সহজলভ্যতা নিশ্চিত করতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে—এমনই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সদ্যসমাপ্ত ৪ দিনের আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত এই সম্মেলনে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের উদ্দেশে জানানো হয় বিদ্যমান অবকাঠামোগত ও নীতিগত জটিলতা দূর করতে সরকার দ্রুত নতুন জ্বালানি নীতিমালা প্রণয়ন করছে। পাশাপাশি রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার, দুর্নীতি নিয়ন্ত্রণ ও প্রশাসনিক প্রক্রিয়ার সরলীকরণে কার্যক্রম চলমান রয়েছে।
সম্মেলনে অংশগ্রহণ করেন ৪২টি দেশের ৪২৫ বিদেশি বিনিয়োগকারীসহ ২ হাজারের বেশি দেশি উদ্যোক্তা। চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও জাপানের অনেক খ্যাতনামা কোম্পানি বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমস্যা সমাধানে কাজ করার আশ্বাসও দেওয়া হয়।
বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, “বিনিয়োগকারীদের প্রধান উদ্বেগ—লাল ফিতার দৌরাত্ম্য, নীতির অস্থিরতা, গ্যাস-বিদ্যুতের অপ্রতুলতা ও জমির সংকট। এসব চ্যালেঞ্জ চিহ্নিত করে সমাধানে ইতিমধ্যেই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।” তিনি জানান, চলতি বছরের মধ্যেই ২০টি গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে সরকার কাজ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, বাংলাদেশ কেবল একটি দেশ নয়, এটি দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ বাজারে প্রবেশের প্ল্যাটফর্ম। এখানে উৎপাদন করলে শুধু দেশের বাজার নয়, ভারত, নেপাল, ভুটানসহ আশেপাশের অঞ্চলেও পণ্য রপ্তানি করা যাবে।
বিদেশি বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে রাজনৈতিক দলগুলোকেও আমন্ত্রণ জানানো হয়। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি প্রতিশ্রুতি দেয়, ক্ষমতায় এলে তারা নীতির ধারাবাহিকতা বজায় রাখবে।
বিশেষ অর্থনৈতিক অঞ্চল, ইপিজেডসহ বিভিন্ন শিল্পাঞ্চল ঘুরে দেখেন বিনিয়োগকারীরা। একইসঙ্গে তারা ওয়ান স্টপ সার্ভিস, ঋণের সহজলভ্যতা ও আমদানি-রপ্তানিতে এনবিআরের সহযোগিতা বৃদ্ধির দাবি জানান।
সম্মেলনে ইতিবাচক ফলাফলের মধ্যে রয়েছে:
১. মার্কিন কোম্পানি স্টারলিংকের পরীক্ষামূলক ইন্টারনেট চালু।
২. নাসা’র সঙ্গে বেসামরিক মহাকাশ গবেষণায় চুক্তি।
৩. চীনের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের ১ বিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি।
৪. স্পেনের ইনডিটেক্স, আলিবাবা, ডিপি ওয়ার্ল্ড, গ্রামীণফোন, লাফার্জ হোলসিম, হান্ডা ইন্ডাস্ট্রিজ, জিওডারনো ও এক্সিলার এনার্জিসহ একাধিক প্রতিষ্ঠানের বিনিয়োগে আগ্রহ।
বিডার পক্ষ থেকে জানানো হয়, বিনিয়োগকারীদের মধ্যে যারা প্রতিশ্রুতি দিয়েছেন, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মনিটরিংয়ের ব্যবস্থা থাকবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ পেতে একটি কার্যকর পাইপলাইন গড়ে তোলা হয়েছে।
এছাড়াও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়েছে। ফলে ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা আরও বাড়ে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- বিএনপির মনোনয়নে শেয়ারবাজারে ঝড় তুলেছে তিন কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৪৪ কোম্পানির ইপিএস