ঢাকা, রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
প্রথম দেশ হিসেবে মাঙ্কিপক্সের টিকার ট্রায়াল শুরু করল চীন

ডুয়া ডেস্ক: প্রাণঘাতী রোগ মাঙ্কিপক্সের টিকা তৈরি করেছে চীন এবং বিশ্বের প্রথম দেশ হিসেবে তারা এই টিকার মেডিকেল ট্রায়াল শুরু করেছে।
তবে, টিকার নাম এখনও প্রকাশ করা হয়নি। চীনের রাষ্ট্রায়ত্ত ওষুধ কোম্পানি চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপ কর্পোরেশনের (সিনোফার্ম) একটি শাখা সাংহাই ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্ট (সিআইবিপি) এই টিকা তৈরি করেছে।
চীনের সরকারি সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, মঙ্গলবার (০৮ এপ্রিল) চীনের মধ্যাঞ্চলীয় প্রদেশ হেনানের রাজধানী শহার ঝেনঝৌ শহরের হেনান ইনফেকশন ডিজিজ হাসপাতালে টিকাটির মেডিকেল ট্রায়াল শুরু হয়েছে।
গত বছর সেপ্টেম্বর মাসে চীনের জাতীয় চিকিৎসা প্রশাসন সিআইবিপিকে মেডিকেল ট্রায়াল পরিচালনার অনুমতি দিয়েছিল। এই ট্রায়ালে অংশগ্রহণকারীরা সবাই ১৮ বছরের উপরে বলে জানা গেছে।
২০২২ সালে প্রথম একসময়ের বিরল ও স্বল্প পরিচিত রোগ মাঙ্কিপক্স বিশ্ববাসীর নজরে আসে। বিশেষজ্ঞদের মতে, পশ্চিম ও মধ্য আফ্রিকার উষ্ণ ও আর্দ্র বনাঞ্চলের বানররা ছিল এ রোগের প্রথম শিকার ও বাহক। পরে এটি মানবদেহেও সংক্রমিত হতে শুরু করে।
মাঙ্কিপক্স রোগ স্মলপক্স ভাইরাস শ্রেণীর একটি ভাইরাস দ্বারা সৃষ্ট। ভাইরাসটির দু'টি রূপান্তরিত ধরন রয়েছে—ক্ল্যাড-১ (মধ্য আফ্রিকান) এবং ক্ল্যাড-২ (পশ্চিম আফ্রিকান)। প্রতি ১০০ মাঙ্কিপক্স আক্রান্ত রোগীর মধ্যে ৪ জনের মৃত্যু ঘটে।
রোগটির বিভিন্ন লক্ষণের মধ্যে রয়েছে জ্বর, মাথাব্যথা, ঘেমে যাওয়া, পিঠে ব্যথা, মাংসপেশির টান এবং অবসাদ। প্রথম পর্যায়ে রোগীর জ্বর আসে, সঙ্গে শরীরে ফোস্কা দেখা দেয় এবং অধিকাংশ ক্ষেত্রে প্রথমে মুখে ফুসকুড়ি দেখা যায়। পরে এই ফুসকুড়ি শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে; বিশেষ করে হাতের তালু এবং পায়ের তলায়।
এতদিন মাঙ্কিপক্সের জন্য সুনির্দিষ্ট কোনো টিকা বা ওষুধ ছিল না। তবে ডব্লিউএইচও জানিয়েছে, স্মলপক্স বা জলবসন্তের জন্য ব্যবহৃত টিকা মাঙ্কিপক্স প্রতিরোধে ৮৫ শতাংশ কার্যকর। ফলে এতদিন মাঙ্কিপক্সের প্রতিষেধক হিসেবে জলবসন্তের টিকাই ব্যবহৃত হয়ে আসছিল। এবার জটিল এই রোগের টিকা আবিষ্কার করল চীন।
সূত্র : আনাদোলু এজেন্সি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিও হিসাবে ৫ লাখ টাকা নগদ জমা ও উত্তোলনের কথা ভাবছে বিএসইসি
- সরকারি কোম্পানি শেয়ারবাজারে আনার উদ্যোগ, তালিকায় ২১ প্রতিষ্ঠান
- ডিএসইর ব্রোকারেজ হাউজের নিবন্ধন বাতিল করল বিএসইসি
- বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ নিয়ে মুখ খুললেন অর্থ উপদেষ্টা
- ‘এলাম পরামর্শ নিতে, পেলাম পদত্যাগের বার্তা’- বিএসইসি চেয়ারম্যানের ক্ষোভ
- মিউচ্যুয়াল ফান্ড ও পাবলিক রুলস ইস্যুতে টাস্কফোর্সের চূড়ান্ত সুপারিশ
- দশ হাজার কোটি ঋণের বোঝায় আইসিবি, প্রস্তাব বিশেষ তহবিলের
- দুর্বল ৬ শেয়ারে বিনিয়োগকারীদের হতাশা আরও বেড়েছে
- ‘সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রস্তাব প্রত্যাখ্যান
- শেয়ারবাজারের ৯ ব্যাংক এমডিবিহীন, নেতৃত্ব সংকট তীব্র
- ঢাকা অচলের ঘোষণা
- তিন কোম্পানির বোনাস ডিভিডেন্ডে বিএসইসির সম্মতি
- লোকসান থেকে মুনাফায় বস্ত্র খাতের চার কোম্পানি
- নানামুখী চেষ্টার পরও ভেঙে পড়ছে দেশের শেয়ারবাজার
- শেয়ারবাজারে ৬১৭টি বিও হিসাব স্থগিত