ঢাকা, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২
শাহ আমানতে কোটি টাকার সোনাসহ যুবক আটক

ডুয়া ডেস্ক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনব কৌশলে স্বর্ণ পাচারের চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন কাস্টমস কর্মকর্তারা। হাতঘড়ির চেইন, মোবাইল চার্জারের অ্যাডাপ্টার ও এয়ারপডের ভেতরে লুকিয়ে রাখা প্রায় ৯১০ গ্রাম ওজনের স্বর্ণসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। উদ্ধার করা সোনার বাজারমূল্য প্রায় ১ কোটি ৭ লাখ টাকা।
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এই যাত্রী থেকে উদ্ধার হওয়া সোনা জব্দ করে তাকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এয়ার আরাবিয়ার ফ্লাইট জি৯-৫২৬-এ চট্টগ্রামে পৌঁছান ওই যাত্রী। শাহ আমানত বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় সন্দেহজনক আচরণ দেখে তাকে তল্লাশি করেন কাস্টমস কর্মকর্তারা। পরে তার কাছ থেকে বিভিন্ন ধরনের লুকানো স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।
আটক হওয়া যাত্রীর নাম মোহাম্মদ মোকসুদ আহমেদ। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দোভাষী পাড়ার বাসিন্দা এবং আব্দুল খালেকের ছেলে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল গণমাধ্যমকে জানান, মোকসুদের ব্যাগ ও ব্যক্তিগত জিনিসপত্র তল্লাশি করে মোট ৯১০ গ্রাম সোনা উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে—১৬ পিস ডলফিন আকৃতির লকেট (২১৫ গ্রাম), ৭৮ পিস তারকার মতো লকেট (১২৮ গ্রাম), ৩০টি বার (৪৬০ গ্রাম), ৪টি চুড়ি (৮০ গ্রাম), ২টি আংটি (২০ গ্রাম) এবং একটি চেইন (৭ গ্রাম)।
তিনি আরও জানান, এসব সোনা জব্দ করে মোকসুদকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। বাজুসের হিসাব অনুযায়ী, জব্দ করা স্বর্ণ থেকে সরকার ১ কোটি ৭ লাখ ৬১ হাজার ৬৬০ টাকার রাজস্ব পাবে।
এই ঘটনায় বিমানবন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানা গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- শেয়ারবাজারে রেকর্ড: বছরের সর্বোচ্চ দামে ১৭ কোম্পানি
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার
- ব্যাখ্যা শুনতে ডাকা হচ্ছে শেয়ারবাজারের পাঁচ ব্যাংককে
- ব্যাংকিং খাতে এমডিদের পদত্যাগের ঢেউ: সুশাসনের সংকট স্পষ্ট