ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২
শাহ আমানতে কোটি টাকার সোনাসহ যুবক আটক
ডুয়া ডেস্ক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনব কৌশলে স্বর্ণ পাচারের চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন কাস্টমস কর্মকর্তারা। হাতঘড়ির চেইন, মোবাইল চার্জারের অ্যাডাপ্টার ও এয়ারপডের ভেতরে লুকিয়ে রাখা প্রায় ৯১০ গ্রাম ওজনের স্বর্ণসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। উদ্ধার করা সোনার বাজারমূল্য প্রায় ১ কোটি ৭ লাখ টাকা।
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এই যাত্রী থেকে উদ্ধার হওয়া সোনা জব্দ করে তাকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এয়ার আরাবিয়ার ফ্লাইট জি৯-৫২৬-এ চট্টগ্রামে পৌঁছান ওই যাত্রী। শাহ আমানত বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় সন্দেহজনক আচরণ দেখে তাকে তল্লাশি করেন কাস্টমস কর্মকর্তারা। পরে তার কাছ থেকে বিভিন্ন ধরনের লুকানো স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।
আটক হওয়া যাত্রীর নাম মোহাম্মদ মোকসুদ আহমেদ। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দোভাষী পাড়ার বাসিন্দা এবং আব্দুল খালেকের ছেলে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল গণমাধ্যমকে জানান, মোকসুদের ব্যাগ ও ব্যক্তিগত জিনিসপত্র তল্লাশি করে মোট ৯১০ গ্রাম সোনা উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে—১৬ পিস ডলফিন আকৃতির লকেট (২১৫ গ্রাম), ৭৮ পিস তারকার মতো লকেট (১২৮ গ্রাম), ৩০টি বার (৪৬০ গ্রাম), ৪টি চুড়ি (৮০ গ্রাম), ২টি আংটি (২০ গ্রাম) এবং একটি চেইন (৭ গ্রাম)।
তিনি আরও জানান, এসব সোনা জব্দ করে মোকসুদকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। বাজুসের হিসাব অনুযায়ী, জব্দ করা স্বর্ণ থেকে সরকার ১ কোটি ৭ লাখ ৬১ হাজার ৬৬০ টাকার রাজস্ব পাবে।
এই ঘটনায় বিমানবন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানা গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে সাফকো স্পিনিং
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- ইপিএস প্রকাশ করেছে ইন্দো-বাংলা ফার্মা