ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
৫৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে শেখ পরিবারের নামেই ১৫টি

ডুয়া নিউজ: বাংলাদেশে ৫৫টি সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৫টির নাম ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের নামে নামকরণ করা হয়েছে। এর মধ্যে ২টি বিশ্ববিদ্যালয় শেখ হাসিনার নিজ নামে রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ১১টি এবং শেখ ফজিলাতুন্নেসা মুজিবের নামে আছে ২টি বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ নিলে এসব বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে।
শিক্ষা কিংবা গবেষণার মান বৃদ্ধির বিষয়ে উদ্যোগ উঠুক কিংবা উঠুক না, সংখ্যার দিক থেকে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়েই চলেছে। স্বাধীনতার পর গত ৫৩ বছরে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫৫-তে পৌঁছেছে। এর মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ বিশ্ববিদ্যালয়ের নাম শেখ পরিবারের সদস্যদের নামে। উল্লেখ্য, অধিকাংশ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে গত ১৫ বছরে, যা বর্তমান সরকারের শাসনামলের মধ্যে অন্তর্ভুক্ত।
এসব বিশ্ববিদ্যালয়ের ধরণে আছে রকমফের। যেমন- সাধারণ, মেডিকেল, মেরিটাইম, বিজ্ঞান ও প্রযুক্তি, এভিয়েশন ও অ্যারোস্পেস, কৃষি, ডিজিটাল- এই ৭ ধরণের বিশ্ববিদ্যালয়।
এসব বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১১টি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। তার স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা মুজিবের নামে জামালপুর ও সিলেটে আছে দুটি। আর শেখ হাসিনার নামে নেত্রকোণা ও খুলনায় আছে দুটি বিশ্ববিদ্যালয়।
ছাত্র-জনতার গণআন্দোলনের পর বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নাম মুছে ফেলা হয়েছে, যেমন গাজীপুরের দুটি, গোপালগঞ্জ, নওগাঁ ও সিলেটে একটি করে।
তবে সরকারি বিশ্ববিদ্যালয়ের নামফলক থেকে শব্দ মুছে ফেললেই নাম পরিবর্তন হয় না; এর জন্য ইউজিসিতে আবেদন এবং শিক্ষা মন্ত্রণালয়ের সুপারিশে সংসদে বিল আকারে পাশ হতে হয়।
কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নায়লা ইয়াসমিন বলেন, বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। সরকার যদি নাম পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেন, তবে আমরা তা অনুসরণ করবো।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, অনেকেই আমাদের কাছে বিষয়টি উপস্থাপন করেছেন। সরকার যদি আমাদের কাছে মতামত চায় আমরা তখন অবশ্যই মতামত দেবো। এটি বিশেষ করে সরকারি পর্যায়ে যেহেতু হয়েছে তাই সরকারই এটি দেখাশোনা করবে। সরকার সঠিক সময়ে সিদ্ধান্ত গ্রহণ করবে বলে আমরা বিশ্বাস করি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার