ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
ভারতে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনায় মার্কিন ফেডারেল সংস্থার উদ্বেগ
ডুয়া ডেস্ক: ভারতে সংখ্যালঘু মুসলমানদের প্রতি অমানবিক আচরণ বৃদ্ধি পাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল সংস্থা কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম (ইউএসসিআইআরএফ)।
সংস্থাটির ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদনে এই উদ্বেগ প্রকাশ করা হয়েছে, যা বার্তা সংস্থা রয়টার্সের মাধ্যমে জানানো হয়েছে।
এছাড়া, যুক্তরাষ্ট্র ও কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদীদের গুপ্তহত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ভারতের বৈদেশিক গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র) এর ওপর সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের সুপারিশও করেছে ইউএসসিআইআরএফ।
স্থানীয় সময় মঙ্গলবার (২৫ মার্চ) প্রকাশিত মার্কিন ফেডারেল সংস্থাটির বার্ষিক প্রতিবেদনে বলা হয়, ‘২০২৪ সালে ভারতে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ও বৈষম্য বেড়েই চলেছে।’
এতে আরও বলা হয়, ‘হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার ভারতীয় জনতা পার্টি (বিজেপি) গত বছরের নির্বাচনী প্রচারণায় ‘মুসলিমসহ ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়েছে ও ভুল তথ্য ছড়িয়েছে।’ গত বছর এপ্রিলে মুসলমানদের ‘অনুপ্রবেশকারী’ হিসেবে উল্লেখ করে মোদি বলেছিলেন, তারা ‘বেশি বেশি সন্তান’ নেয়। এর সঙ্গে কংগ্রেসসহ বিরোধীদের ভোটের স্বার্থ রয়েছে বলে মোদির অভিযোগ।
সাম্প্রতিক বছরগুলোতে ভারতে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের কথা উল্লেখ করেছে মার্কিন সংস্থা কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম (ইউএসসিআইআরএফ)। তবে নয়া দিল্লি এই প্রতিবেদনকে 'গভীরভাবে পক্ষপাতদুষ্ট' হওয়ার অভিযোগ তুলেছে। ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারে থাকাকালীন তিনি এসব ধর্মীয় বৈষম্য ও নিপীড়নের অভিযোগ অস্বীকার করেছেন। মোদির মতে, তার সরকারের বিদ্যুতায়ন এবং ভর্তুকির সুবিধা থেকে সংখ্যালঘুরা ব্যাপকভাবে উপকৃত হয়েছে।
ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের জন্য ভারতকে 'কান্ট্রি অব পার্টিকুলার কনসার্ন' হিসেবে তালিকাভুক্ত করার পাশাপাশি নিখিল যাদব ও রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর বিরুদ্ধে 'সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের' সুপারিশ করেছে ইউএসসিআইআরএফ।
মানবাধিকারকর্মীরা ভারতীয় সংখ্যালঘুদের দুর্দশা ও বিদ্বেষপূর্ণ বক্তব্যের প্রসার, জাতিসংঘের দৃষ্টিতে চরম বৈষম্যমূলক নাগরিকত্ব আইন, ধর্মবিশ্বাসের স্বাধীনতা ক্ষুণ্নকারী আইন এবং কাশ্মীরের ‘বিশেষ মর্যাদা বাতিল ও মুসলমানদের মালিকানাধীন স্থাপনা ভাঙার মতো ইস্যুগুলো তুলে ধরেছেন।
ইউএসসিআইআরএফ একটি দ্বিদলীয় সরকারি সংস্থা। সংস্থাটি মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং সংশ্লিষ্ট দেশের জন্য সুপারিশ প্রদান করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টি-টোয়েন্টি: কবে, কোথায়, কখন-দেখুন সময়সূচি
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ভূমিকম্প: আবারও ৪.২ মাত্রার কম্পন
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ৩য় ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ব্যাটিংয়ে টাইগাররা-সামনে চ্যালেঞ্জিং স্কোর-LIVE
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- ভয়াবহ ভূমিকম্প: কম্পন ৬ মাত্রার
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- দেশে ফের মধ্যরাতে ভূমিকম্প অনুভূত