ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
ভারতে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনায় মার্কিন ফেডারেল সংস্থার উদ্বেগ

ডুয়া ডেস্ক: ভারতে সংখ্যালঘু মুসলমানদের প্রতি অমানবিক আচরণ বৃদ্ধি পাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল সংস্থা কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম (ইউএসসিআইআরএফ)।
সংস্থাটির ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদনে এই উদ্বেগ প্রকাশ করা হয়েছে, যা বার্তা সংস্থা রয়টার্সের মাধ্যমে জানানো হয়েছে।
এছাড়া, যুক্তরাষ্ট্র ও কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদীদের গুপ্তহত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ভারতের বৈদেশিক গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র) এর ওপর সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের সুপারিশও করেছে ইউএসসিআইআরএফ।
স্থানীয় সময় মঙ্গলবার (২৫ মার্চ) প্রকাশিত মার্কিন ফেডারেল সংস্থাটির বার্ষিক প্রতিবেদনে বলা হয়, ‘২০২৪ সালে ভারতে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ও বৈষম্য বেড়েই চলেছে।’
এতে আরও বলা হয়, ‘হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার ভারতীয় জনতা পার্টি (বিজেপি) গত বছরের নির্বাচনী প্রচারণায় ‘মুসলিমসহ ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়েছে ও ভুল তথ্য ছড়িয়েছে।’ গত বছর এপ্রিলে মুসলমানদের ‘অনুপ্রবেশকারী’ হিসেবে উল্লেখ করে মোদি বলেছিলেন, তারা ‘বেশি বেশি সন্তান’ নেয়। এর সঙ্গে কংগ্রেসসহ বিরোধীদের ভোটের স্বার্থ রয়েছে বলে মোদির অভিযোগ।
সাম্প্রতিক বছরগুলোতে ভারতে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের কথা উল্লেখ করেছে মার্কিন সংস্থা কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম (ইউএসসিআইআরএফ)। তবে নয়া দিল্লি এই প্রতিবেদনকে 'গভীরভাবে পক্ষপাতদুষ্ট' হওয়ার অভিযোগ তুলেছে। ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারে থাকাকালীন তিনি এসব ধর্মীয় বৈষম্য ও নিপীড়নের অভিযোগ অস্বীকার করেছেন। মোদির মতে, তার সরকারের বিদ্যুতায়ন এবং ভর্তুকির সুবিধা থেকে সংখ্যালঘুরা ব্যাপকভাবে উপকৃত হয়েছে।
ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের জন্য ভারতকে 'কান্ট্রি অব পার্টিকুলার কনসার্ন' হিসেবে তালিকাভুক্ত করার পাশাপাশি নিখিল যাদব ও রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর বিরুদ্ধে 'সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের' সুপারিশ করেছে ইউএসসিআইআরএফ।
মানবাধিকারকর্মীরা ভারতীয় সংখ্যালঘুদের দুর্দশা ও বিদ্বেষপূর্ণ বক্তব্যের প্রসার, জাতিসংঘের দৃষ্টিতে চরম বৈষম্যমূলক নাগরিকত্ব আইন, ধর্মবিশ্বাসের স্বাধীনতা ক্ষুণ্নকারী আইন এবং কাশ্মীরের ‘বিশেষ মর্যাদা বাতিল ও মুসলমানদের মালিকানাধীন স্থাপনা ভাঙার মতো ইস্যুগুলো তুলে ধরেছেন।
ইউএসসিআইআরএফ একটি দ্বিদলীয় সরকারি সংস্থা। সংস্থাটি মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং সংশ্লিষ্ট দেশের জন্য সুপারিশ প্রদান করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলতি সপ্তাহে বেক্সিমকোর ফ্লোর প্রাইস ওঠার সম্ভাবনা
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যত গড়তে পাশে থাকবে ঢাবি অ্যালামনাই
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- ১৬ জুলাই সরকারি ছুটি কি-না? যা জানা যাচ্ছে
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- ঢাবির জিয়া হলে ‘ক্যারিয়ার টক’ অনুষ্ঠিত
- ডিভিডেন্ড পেয়েছে চার কোম্পানির বিনিয়োগকারীরা