ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ফিলিস্তিনের অস্কারজয়ী পরিচালককে গ্রেপ্তার; মিলছে না খোঁজ
ডুয়া ডেস্ক : ফিলিস্তিনের অধিকৃত গাজার পাশাপাশি পশ্চিম তীরেও হামলা ও ধরপাকড় চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। সেখানে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের হামলার শিকার হচ্ছে অধিবাসীরা। এবার ফিলিস্তিনের অস্কারজয়ী চিত্র পরিচালক হামদান বাল্লালের ওপর হামলা চালিয়েছে ইহুদি বসতিস্থাপনকারীরা। তারপর হামলায় আহত অবস্থাতেই ইসরায়েলি সেনাদের হাতে বন্দি হয়েছেন তিনি।
সোমবার (২৪ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৬ টার দিকে পশ্চিম তীরের সুসিয়া গ্রামে ঘটেছে এ ঘটনা।
এ বছর ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার) সেরা তথ্যচিত্রের পুরস্কার জয়ী ‘নো আদার ল্যান্ড’-এর চার সহকারী পরিচালকের একজন হামদান বাল্লাল। তাকে হামলা ও বন্দি করার বিষয়টি বিবিসিকে নিশ্চিত করেছেন তার বন্ধু ও একই তথ্যচিত্রের আরেক সহকারী পরিচালক ইউভাল আব্রাহাম, যিনি নিজেই ইসরায়েলের বাসিন্দা ও নাগরিক।
ইউভাল আব্রাহাম জানান, ~সোমবার সন্ধ্যার দিকে তার বাড়িতে বসতি স্থাপনকারীদের একটি দল হামলা চালায়। এ সময় হামলাকারীদের ঠেকাতে গিয়ে আহত হন তিনি।"
বিবিসিকে আব্রাহাম বলেন, “আমাদের “নো আদার ল্যান্ড” ছবির সহপরিচালক হামদান বাল্লালকে বসতি স্থাপনকারীদের একটি দল মারধর করে আহত করেছে। তিনি মাথা ও পেটে আঘাত পেয়েছেন। রক্তপাত হয়েছে।”
অস্কারজয়ী এই পরিচালক আরও বলেন, “তিনি (হামদান বাল্লাল) অ্যাম্বুলেন্স ডেকেছিলেন, কিন্তু সেখান থেকে ইসরায়েলি সেনারা হামদানকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। এর পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না নেই।”
এ বিষয়ে আরও তথ্য জানতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর সঙ্গে যোগাযোগ করা হলে, এক মুখপাত্র জানান যে, ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে পাথর নিক্ষেপের অভিযোগে সুসিয়া গ্রাম থেকে তিন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের মধ্যে কোনো চিত্র পরিচালক রয়েছেন কি না, সে বিষয়ে তারা নিশ্চিত নন।
মুখপাত্র আরও জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যে ইসরায়েলি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সূত্র : বিবিসি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: লিড নিল বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর-LIVE
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- চলছে বাংলাদেশ-নেপালের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- চলছে আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলার খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: বিপদে ভারত-দেখুন স্কোর
- বাংলাদেশ বনাম নেপালের ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- মুখোমুখি ব্রাজিল বনাম সেনেগাল: লাইভ দেখার উপায়-সময়সূচি
- আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল-সেনেগাল: কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম সেনেগাল: ৯০ মিনিটের ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলা: কবে, কখন, কোথায় ম্যাচ-জানুন সময়সূচি
- বাংলাদেশ বনাম নেপাল: কবে, কখন-যেভাবে দেখবেন সরাসরি-জানুন সময়সূচি
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম সেনেগালের ম্যাচ: কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- পাকিস্তান বনাম শ্রীলঙ্কা: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- চলছে ব্রাজিল বনাম সেনেগালের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)