ঢাকা, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২
বিমসটেকের সভাপতির দায়িত্ব পাচ্ছে বাংলাদেশ, ব্যাংকক থেকে আসবে ঘোষণা
.jpg)
ডুয়া ডেস্ক: বাংলাদেশ আগামী দুই বছরের জন্য বিমসটেকের সভাপতি পদ গ্রহণ করতে যাচ্ছে। এই ঘোষণা আসবে আগামী মাসে ব্যাংককে অনুষ্ঠিতব্য ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন থেকে।
মঙ্গলবার (২৫ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন এ তথ্য জানান। তিনি বলেন, ৪ এপ্রিল ব্যাংককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে অংশ নিতে ৩ এপ্রিল উপদেষ্টা ব্যাংকক পৌঁছাবেন। সম্মেলনে বাংলাদেশ আগামী দুই বছরের জন্য বিমসটেকের সভাপতিত্ব গ্রহণ করবে, যা বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
এ বছরের সম্মেলন নতুন বাংলাদেশের জন্য একটি বিশেষ সুযোগ। কারণ এটি আঞ্চলিক পরিসরে বাংলাদেশকে একটি ন্যায় ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক দেশ হিসেবে উপস্থাপন করার সুযোগ প্রদান করবে।
জসীম উদ্দিন আরও জানান, ২ এপ্রিল ব্যাংককে বিমসটেক সদস্য রাষ্ট্রসমূহের পররাষ্ট্র সচিব পর্যায়ের ২৫তম সভায় অংশ নেবেন। পরবর্তী সময়ে ৩ এপ্রিল মন্ত্রীপর্যায়ের সভায় অংশগ্রহণ করবেন পররাষ্ট্র উপদেষ্টা এবং ৪ এপ্রিল শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। সম্মেলনের শেষে তিনি দেশে ফিরে আসবেন।
পররাষ্ট্রসচিব জানান, প্রধান উপদেষ্টা ৩ এপ্রিল BIMSTEC Young Generation Forum: Where the Future Meets শীর্ষক ফোরামে বক্তৃতা দেবেন। সম্মেলনে বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানরা আঞ্চলিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য টেকসই, শান্তিপূর্ণ এবং উন্নত ভবিষ্যৎ গড়ার দিক-নির্দেশনা প্রদান করবেন।
এছাড়াও শীর্ষ সম্মেলনে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, বিমসটেক মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা, যোগাযোগের উন্নয়ন, জ্বালানি সহযোগিতা, প্রতিরক্ষা, মানব নিরাপত্তা, দারিদ্র্য দূরীকরণ, কৃষি, সংস্কৃতি, পর্যটন এবং প্রাকৃতিক দুর্যোগ ও অতিমারি মোকাবিলায় সহযোগিতা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এছাড়া বিমসটেক সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে মেরিটাইম ট্রান্সপোর্ট কোপারেশন সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে, যা আঞ্চলিক অর্থনীতি ও বাণিজ্যের উন্নয়নকে আরো শক্তিশালী করবে।
উল্লেখ্য, বিমসটেকের সদস্য দেশগুলো হলো- ভারত, বাংলাদেশ, ভুটান, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার