ঢাকা, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২
ডুজার ইফতারে ছাত্রনেতাদের মিলনমেলা
.jpg)
ঢাবি প্রতিনিধি: প্রতিবছরের মতো এবারও বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল সকল ছাত্রসংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দদের নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। এবারে প্রায় বিশটি ছাত্রসংগঠনের প্রতিনিধিরা এক ছাদের নিচে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
শুক্রবার (১৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এবারের ইফতার মাহফিলে প্রথমবারের মতো অংশগ্রহণ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির পক্ষ থেকে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করে। এছাড়া নতুন ছাত্র সংগঠন হিসেবে প্রথমবারের মতো অংশ নেয় বাংলাদেশ গণতান্ত্রীক ছাত্রসংসদ। সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার, সদস্য সচিব জাহিদুল ইসলাম, ঢাবি শাখার আহ্বায়ক আব্দুলা কাদের, সদস্য সচিব মাহির আলমসহ নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে কেন্দ্রীয় সভাপতি রাকিবুলা ইসলাম রাকিব, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ নেতাকর্মীরা। উপস্থিত থাকা অন্যান্য সংগঠনগুলো হলো, বিপ্লবী ছাত্র মৈত্রী, সমাজতান্ত্রীক ছাত্র ফ্রন্টের দুই গ্রুপ, গণতান্ত্রীক ছাত্র কাউন্সিল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, পাহাড়ী ছাত্র সংগ্রাম পরিষদ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদ, বাংলাদেশ ছাত্রপক্ষ।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোতাহার হোসেনের সঞ্চালনায় ও সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর ও সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানীসহ সংবাদিক সমিতির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- বিকালে আসছে ২১ কোম্পানির ইপিএস
- নতুন সিনেট সদস্য হলেন ঢাবির ৫ অধ্যাপক
- শিবলী রুবাইয়াত ও শেখ শামসুদ্দিন শেয়ারবাজারে অবাঞ্ছিত ঘোষণা
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা