ঢাকা, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২
বাংলাদেশিদের জন্য আধুনিক চিকিৎসার গন্তব্য হতে যাচ্ছে চীন
.jpg)
ডুয়া নিউজ : ভারত বাংলাদেশিদের জন্য ভিসা প্রদান সীমিত করার পর চিকিৎসায় দেশটির বিকল্প খুঁজছিল বাংলাদেশ। এবার দ্বিপাক্ষিক সহযোগিতার আওতায় চীনের কুনমিংয়ে বাংলাদেশি নাগরিকদের জন্য চিকিৎসা সেবা উন্মুক্ত করেছে চীন সরকার।
গত সোমবার (১০ মার্চ) ঢাকা থেকে চিকিৎসার উদ্দেশ্যে একটি দল কুনমিং চাংশুই আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছালে চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, ‘এ সফরের মাধ্যমে বাংলাদেশিদের জন্য যৌক্তিক খরচে এবং স্বল্প সময়ে উন্নত চিকিৎসার নতুন দ্বার উন্মোচিত হলো।’ এর ফলে দুই দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বাড়বে এবং পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হবে বলেও জানান তিনি।
রাষ্ট্রদূত নাজমুল ইসলাম আশা প্রকাশ করেন যে শিগগিরই কুনমিং বাংলাদেশিদের জন্য আধুনিক চিকিৎসার অন্যতম প্রধান গন্তব্য হিসেবে স্বীকৃত হবে।
ইউনান প্রাদেশিক পররাষ্ট্র দপ্তরের মহাপরিচালক ইয়াং শাওচেং চিকিৎসা পর্যটক এই দলটিকে "চির বসন্তের নগরী" কুনমিংয়ে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও ইউনানের জনগণের মধ্যে ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতে চিকিৎসা সহযোগিতার এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরদিন মঙ্গলবার (১১ মার্চ) সকালে, রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে চিকিৎসা নিতে আসা দল, সাংবাদিক এবং ট্যুর অপারেটর প্রতিনিধিদের সঙ্গে ইউনান ফার্স্ট অ্যাফিলিয়েটেড হাসপাতাল ও ফু-ওয়াই কার্ডিওভাস্কুলার হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তিনি বাংলাদেশি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কুশল বিনিময় করেন।
তিনি দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে রোগীদের চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত তথ্য অনুসন্ধান করেন এবং বাংলাদেশের রোগীদের যথাযথ ব্যবস্থাপনার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন।
এছাড়া রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম ফু-ওয়াই কার্ডিওভাস্কুলার হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশি তিন শিশুকে উপহার দেন এবং তাদের সঙ্গে কিছু সময় কাটান।
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের চীন সফরের সময় বাংলাদেশিদের জন্য কুনমিং-এ উন্নত চিকিৎসা সেবা উন্মুক্ত করার প্রস্তাব আনুষ্ঠানিকভাবে চীন সরকারের কাছে উত্থাপন করা হয়। এর পরিপ্রেক্ষিতে চীন সরকার কুনমিং-এর চারটি অত্যাধুনিক হাসপাতাল বাংলাদেশি নাগরিকদের চিকিৎসার জন্য উন্মুক্ত ঘোষণা করে।
এই হাসপাতালগুলোর মধ্যে দুটি সাধারণ হাসপাতাল—কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন ফার্স্ট অ্যাফিলিয়েটেড হাসপাতাল এবং ইউনান ফার্স্ট পিপল’স হাসপাতাল, যেখানে সব ধরনের চিকিৎসা সেবা পাওয়া যাবে। এছাড়া বিশেষায়িত চিকিৎসার জন্য ফু-ওয়াই কার্ডিওভাসকুলার হাসপাতাল হৃদ্রোগের জন্য এবং ইউনান ক্যান্সার হাসপাতাল ক্যান্সার চিকিৎসার জন্য বাংলাদেশিদের সেবা দেবে।
এখন থেকে বাংলাদেশি নাগরিকরা সরাসরি এই হাসপাতালের আন্তর্জাতিক ওয়ার্ডে যোগাযোগ করে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে এবং রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশিরা চীনা নাগরিকদের জন্য নির্ধারিত ফি পরিশোধ করেই উন্নত চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।
এই উদ্যোগের ফলে প্রতি বছর বিপুল সংখ্যক বাংলাদেশি নাগরিক উন্নত চিকিৎসার জন্য কুনমিং সফর করবেন বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে বাংলাদেশ ও ইউনানের মধ্যে সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। চিকিৎসা পর্যটন সহজতর করতে কুনমিং ও চট্টগ্রামের মধ্যে সরাসরি ফ্লাইট চালু এবং ঢাকা-কুনমিং রুটে একাধিক ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- পাঁচ কোম্পানির কারণে থমকে গেল শেয়ারবাজারের উত্থান
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর