ঢাকা, বুধবার, ৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

ছাত্রদলের অনুষ্ঠানে বক্তব্য দিলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

২০২৫ মার্চ ১১ ১৯:৫১:৪০
ছাত্রদলের অনুষ্ঠানে বক্তব্য দিলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

ডুয়া ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রদলের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশ নেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। মঙ্গলবার (১১ মার্চ) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতা শেষে রাবি ছাত্রশিবিরের আলোচনাসভা ও কুরআন বিতরণ অনুষ্ঠানে অংশ নিতে ক্যাম্পাসে আসেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি। এরপর বিকেলে ছাত্রদলের অনুষ্ঠানে যোগ দেন তিনি এবং সেখানে বক্তৃতা দেন।

বক্তব্যে জাহিদুল ইসলাম বলেন, “আমাদের সংগঠনের একটি প্রোগ্রাম ছিল, সেটি শেষ করে জানতে পারলাম ছাত্রদলের প্রোগ্রাম হচ্ছে, তাই এখানে আসলাম। আল্লাহর কাছে শুকরিয়া, ৫ আগস্টের পূর্বে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম ছিল, আমাদের ভাই-বোনেরা জীবন দিয়ে, রক্ত দিয়ে সংগ্রাম করে সম্মিলিতভাবে একটি সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন। আমাদের কাছে এখন অবারিত সুযোগ রয়েছে এবং সেটা কতটা কাজে লাগাবো তা নির্ভর করবে শহীদদের রক্তের মূল্য দিতে সক্ষম হওয়া আমাদের ওপর।”

তিনি আরও বলেন, “আমরা কী সিদ্ধান্ত নিব কীভাবে বাংলাদেশ গড়তে চাই, সেটির ওপর নির্ভর করবে আগামীর বাংলাদেশ কেমন হবে। বাংলাদেশ ছোট রাষ্ট্র, তবে অপার সম্ভাবনা রয়েছে। আমরা অনেক সময় নষ্ট করেছি।"

জাহিদুল ইসলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রসঙ্গে বলেন, “তিনি এখনও পর্যন্ত দূরদর্শিতার কারণে আধিপত্যের বিরুদ্ধে অবস্থান গ্রহণের জন্য এবং পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ তার অবস্থান শক্তভাবে রাখতে সক্ষম হয়েছে। ৭১ এর পর পার্শ্ববর্তী রাষ্ট্রের ইসলামকে মুছে দেওয়ার গভীর পরিকল্পনার বিরুদ্ধে শহীদ জিয়াউর রহমান একটি শক্ত অবস্থান তৈরি করেছিলেন।"

এছাড়া তিনি বেগম খালেদা জিয়ার অবদানও উল্লেখ করেন এবং বলেন, “উনার আপসহীন চরিত্র ও কথাবার্তা তাকে বাংলাদেশের মানুষের ভালোবাসায় সিক্ত রেখেছে।”

জাহিদুল ইসলাম আরও বলেন, “আমরা চাই আগামীতে ছাত্রশিবির, ছাত্রদল এবং যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছে তারা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। রাজনৈতিক আদর্শ, চিন্তা ও বক্তব্যের বৈচিত্র্য থাকবে, যা রাজনৈতিক সৌন্দর্য এবং বৈচিত্র্যকে প্রতিফলিত করে। কিন্তু দিনশেষে দেশটা আমার, আপনার, আমাদের সকলের।”

এই কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ছাত্রদল ও ছাত্রশিবিরের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহি, রাবি ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ ও সাধারণ সম্পাদক মুস্তাফিজ বাবুসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী ছিলেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে