ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২
শাহবাগ অবরোধ শেষে ৬ দাবি জানালেন ৩০ কলেজের শিক্ষার্থীরা

ডুয়া ডেস্ক: শাহবাগ মোড় অবরোধ করার পর রাজধানীর ৩০টি কলেজের শিক্ষার্থীরা জাতীয় জাদুঘরের সামনে ফিরে গেছেন। তবে অবরোধ ত্যাগ করলেও তারা সেখানে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এবং ধর্ষকের প্রকাশ্য শাস্তি দাবি করে মোট ৬ দফা দাবি জানিয়েছেন।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ১টা ২০ মিনিটের দিকে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ এবং নির্যাতনের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তারা শাহবাগ মোড় অবরোধ করেন। অবরোধ চলাকালে সংবাদ সম্মেলনে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কলেজের শিক্ষার্থী মো. নকীব সাদাত বলেন, "আমাদের সরকারের কাছে অন্যরকম প্রত্যাশা ছিল কিন্তু উল্টো আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে এবং ধর্ষণের মতো অপরাধ বেড়ে যাচ্ছে। তাই আমরা আজ এই প্রতিবাদ কর্মসূচি পালন করছি।"
শিক্ষার্থীরা তাদের ৬ দফা দাবির কথা জানিয়েছেন, দাবিগুলো হলো-
১. ধর্ষকের শাস্তি জনসম্মুখে নিশ্চিত করা—যাতে সমাজে একটি দৃষ্টান্ত স্থাপিত হয়।
২. ধর্ষকদের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করা এবং প্রয়োজনে অতিরিক্ত ট্রাইব্যুনাল গঠন করা।
৩. ধর্ষণের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষককে গ্রেপ্তার করা, মেডিক্যাল রিপোর্ট তৈরি করা এবং ভিকটিম ও সাক্ষীর সাক্ষ্য গ্রহণ নিশ্চিত করা। ১৫ কার্যদিবসের মধ্যে যথাযথ প্রমাণের ভিত্তিতে ধর্ষকের ফাঁসি নিশ্চিত করতে হবে।
৪. ধর্ষণের বিচার সালিশি মাধ্যমে করা যাবে না এবং প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যদি তারা অভিযুক্ত আসামি ছাড়া দেয়।
৫. অপ্রাপ্তবয়স্ক বা বয়স্ক পুরুষ দ্বারা ধর্ষণের শিকার হলে সর্বোচ্চ ফাঁসি এবং অন্তত আমৃত্যু কারাদণ্ড কার্যকর করতে হবে।
৬. বর্তমানে চলমান সব ধর্ষণ মামলার বিচার আলাদা ট্রাইব্যুনাল গঠন করে ৩০ কার্যদিবসের মধ্যে সম্পন্ন করা এবং আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জবাবদিহি করতে হবে।
এ প্রতিবাদ কর্মসূচিতে দেশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন। এর মধ্যে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা সিটি কলেজ, নটরডেম কলেজ, ঢাকা কলেজসহ আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- বিসিএসে স্বতন্ত্র বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ